চিকিৎসকের ওপর হামলা

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বহির্বিভাগ বন্ধ

ডেস্ক রিপোর্ট
  ০২ সেপ্টেম্বর ২০২৪, ১৩:১৬

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের (ঢামেক) জরুরি বিভাগে রোগীদের ভিড় লেগে আছে। হাসপাতালের আউটডোর সেবা বন্ধ থাকায় এই বিভাগে রোগীর চাপ বাড়ছে। সোমবার (২ সেপ্টেম্বর) ঢাকা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে সরেজমিনে দেখা যায় এমন দৃশ্য।
এর আগে অপারেশন থিয়েটার ঢুকে চিকিৎসকের ওপর হামলার ঘটনায় স্বাস্থ্য উপদেষ্টার আশ্বাসে আপাতত কর্মবিরতি স্থগিত করে জরুরি সেবা চালু রাখা হয়, তবে আউটডোর সেবা বন্ধ থাকে।
সোমবার দেখা যায়, বহির্বিভাগের টিকিট কাউন্টার বন্ধ রয়েছে। রোগীরা এসে বাইরে অপেক্ষা করছেন কাউন্টার খোলার। একে অপরকে জিজ্ঞেস করছেন কখন টিকিট দেবে। অনেকে সেবা বন্ধ আছে জানতে পেরে চলে যাচ্ছেন। যাদের বেশি প্রয়োজন, তারা জরুরি বিভাগে দেখাচ্ছেন।
বহির্বিভাগের তথ্যকেন্দ্রের কর্মচারী আহাদ হোসেন জানান, বহির্বিভাগে কোনও চিকিৎসক বসেননি। তাই বহির্বিভাগের টিকিট কাউন্টার বন্ধ রয়েছে।
ঢামেকে সেবা নিতে এসেছেন ভোলা থেকে কাউসার মিয়া। তিনি বলেন, ভোলা থেকে সকালে এসেছি ডাক্তার দেখাতে। এসে দেখি কাউন্টার বন্ধ। ডাক্তার নাকি রোগী দেখবে না। গরিব মানুষ, প্রাইভেটে ডাক্তার দেখানোর স্বামর্থ নাই। আবার ইমার্জেন্সিতে নাকি আমাদের মতো রোগীদের দেখবে না।
জরুরি বিভাগে টিকিটের জন্য লাইনে দাঁড়িয়েছেন আসমা বেগম। ছেলেকে নিয়ে এসেছেন। বেশ কয়েক দিন ধরে শ্বাসকষ্টে ভুগছেন ছেলে।
তিনি বলেন, প্রায় আধাঘণ্টা ধরে লাইনে দাঁড়িয়ে আছি। এখনও টিকিট কাটতে পারিনি। সবাই বলছে আজ নাকি এখানে রোগী বেশি। তাই এমন হচ্ছে।