কাশ্মীরের পহেলগামে ভয়াবহ বন্দুক হামলার পর ভারতের অভ্যন্তরীণ রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা আরও বেড়েছে। সোমবার (২৮ এপ্রিল) রাতে কংগ্রেস এক্স (পূর্বে টুইটার) পোস্ট দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ‘গায়েব’ বলে কটাক্ষ করে। এই মন্তব্য পাকিস্তানের সাবেক মন্ত্রী ফাওয়াদ চৌধুরী রি-টুইট করলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়। কংগ্রেসের বক্তব্যকে পাকিস্তানের সমর্থন হিসেবে দেখিয়ে বিজেপি প্রবল আক্রমণ শুরু করে। এর জবাবে মঙ্গলবার (২৯ এপ্রিল) রাহুল গান্ধীকে ‘পাকিস্তানের বন্ধু’ আখ্যা দিয়ে বসে বিজেপি।
সোমবার (২৮ এপ্রিল) কংগ্রেস এক্স হ্যান্ডলে একটি ছবি পোস্ট করে। ছবিতে একটি পোশাকে শরীরের রূপরেখা ছিল, কিন্তু এটি ছিল মাথাহীন। আর ছবির ওপরে লেখা ছিল ‘গায়েব’ (নিখোঁজ)। এটাকে একধরনের মিম বলা যায়, যদিও সেখানে মোদির নাম উল্লেখ করা হয়নি, তবে ছবির আদল ও ক্যাপশন দেখে বোঝা যায়, মোদিকেই ইঙ্গিত করা হয়েছে। এ ছাড়া ক্যাপশনে লেখা ছিল ‘দায়িত্বের সময় অদৃশ্য হয়ে যান’, যা মূলত প্রধানমন্ত্রী মোদিকে ইঙ্গিত করে বলা।
কংগ্রেসের ওই পোস্টের পর আজ মঙ্গলবার (২৯ এপ্রিল) বিজেপি তাদের এক্স হ্যান্ডলে বলেছে, কংগ্রেস ‘সার তান সে জুদা’র (দেহ থেকে মাথা আলাদা) চরমপন্থি স্লোগান প্রচারের জন্য মাথাহীন একটি কুর্তার ছবি দিয়েছে। এর মাধ্যমে তারা মুসলিম লীগ ২.০ এর প্রতি সমর্থন দেখিয়েছে। এটি তাদের বিভাজনমূলক, বেপরোয়া ও লক্ষ্যহীন রাজনীতির বহিঃপ্রকাশ।
বিজেপির মুখপাত্র আরপি সিং এক পোস্টে একটি ছবিও শেয়ার করেন, যেখানে এক ব্যক্তি (পরোক্ষভাবে রাহুল গান্ধীকেই বোঝানো হয়েছে) সাদা টিশার্ট, কালো প্যান্ট ও মাথায় নেহরু টুপি পরে আছেন, পেছন ফিরে দাঁড়িয়ে। তার পেছনে হাতের মুঠোয় একটি বড় ছুরি। ছবির ক্যাপশনে লেখা হয়েছে ‘পাকিস্তানের বন্ধু’।
এদিকে, বিজেপির আরেক মুখপাত্র গৌরব ভাটিয়া কংগ্রেসকে আক্রমণ করে বলেন, কংগ্রেস প্রধানমন্ত্রী মোদীকে নিশানা করে পাকিস্তানকে বার্তা দিচ্ছে যে তারা এই জঘন্য হামলায় পাকিস্তানের পাশে আছে, ভারতের পাশে নয়।
ভাটিয়া কংগ্রেসকে ‘লস্কর-ই-পাকিস্তান কংগ্রেস’ বলে অভিহিত করেন। তার দাবি, এটি মূলত পাকিস্তানভিত্তিক নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন লস্কর-ই-তৈয়বার প্রতি ইঙ্গিত, যার একটি ফ্রন্ট- ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’- পহেলগামে হামলার দায় স্বীকার করেছিল। যদিও পরে তারা দায় অস্বীকার করে।
বিজেপি নেতাদের অভিযোগ, কংগ্রেস মুসলিম ভোটব্যাংকের প্রতি মনোযোগ দিয়ে পাকিস্তানপন্থি বক্তব্য দিচ্ছে। অমিত মালব্য কংগ্রেসের এক্স পোস্টকে ‘ডগ হুইসেল’ ও প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে ‘প্রচ্ছন্ন উস্কানি’ বলে উল্লেখ করেন।
সূত্র: এনডিটিভি