পাকিস্তানের সঙ্গে ব্যাপক উত্তেজনার মধ্যেই জম্মু ও কাম্মীরের অর্ধেকের বেশি পর্যটনকেন্দ্র বন্ধ করেছে ভারত। জানা গেছে, সেখানের অন্তত ৪৮টির বেশি পর্যটনকেন্দ্র বন্ধ করা হয়েছে।
ভারতের গণমাধ্যমের খবরে বলা হয়েছে, কেন্দ্রশাসিত অঞ্চলটির ৮৭টি পর্যটনকেন্দ্রের মধ্যে ৪৮টি বন্ধ করে দেওয়া হয়েছে।
বাকি পর্যটনকেন্দ্রও ধীরে ধীরে বন্ধ করতে পারে ভারতীয় কর্তৃপক্ষ। পহেলগামে পর্যটকদের ওপর হামলার পর ভারতের নিরাপত্তাবাহিনী কাশ্মীরে ব্যাপক অভিযান চালাচ্ছে। ভেঙে ফেলা হচ্ছে অনেক বাড়িঘর।
এর আগে পহেলগামে সন্ত্রাসী হামলার পর উসকানিমূলক কনটেন্ট ছড়ানোর অভিযোগে ১৬টি পাকিস্তানি ইউটিউব চ্যানেল ভারতে নিষিদ্ধ করা হয়েছে। সতর্ক করা হয়েছে ব্রিটিশ সম্প্রচার মাধ্যম বিবিসিকেও।
সরকারি সূত্রের বরাতেv খবরে বলা হয়েছে, পহেলগামে সন্ত্রাসী হামলার পরিপ্রেক্ষিতে উসকানিমূলক ও সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানোর অভিযোগে ১৬টি পাকিস্তানি ইউটিউব চ্যানেল নিষিদ্ধ করেছে ভারত। এসব চ্যানেলের সম্মিলিত সাবস্ক্রাইবার সংখ্যা ৬ কোটি ৩০ লাখ। ভারতীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুপারিশে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
নিষিদ্ধ হওয়া প্ল্যাটফর্মগুলোর মধ্যে রয়েছে পাকিস্তানের প্রভাবশালী সংবাদমাধ্যম ডন, জিও নিউজ, সামা টিভি, এআরওয়াই নিউজ, বোল নিউজ, রাফতার এবং সুনো নিউজের ইউটিউব চ্যানেল। নিষেধাজ্ঞার আওতায় পড়েছেন সাংবাদিক ইর্শাদ ভাট্টি, আসমা শিরাজি, উমর চিমা এবং মুনিব ফারুকের চ্যানেলও।
সূত্র: এনডিটিভি, রয়টার্স