অবশেষে ভারতে এলো টেসলা, মুম্বাইয়ে প্রথম শোরুম চালু

আন্তর্জাতিক ডেস্ক
  ১৫ জুলাই ২০২৫, ২১:৫৬

ভারতীয় বাজারে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো বিশ্বের অন্যতম জনপ্রিয় ইলেকট্রিক গাড়ি (ইভি) নির্মাতা প্রতিষ্ঠান টেসলা। মুম্বাইয়ের বান্দ্রা কুরলা কমপ্লেক্সে (বিকেসি) প্রতিষ্ঠানটির প্রথম শোরুম উদ্বোধনের মধ্য দিয়ে বহু প্রতীক্ষিত এই প্রবেশের সূচনা হলো।
প্রায় ৪ হাজার বর্গফুট আয়তনের এই নতুন শোরুমটিকে টেসলা ‘এক্সপেরিয়েন্স সেন্টার’ নামে আখ্যা দিয়েছে। এটি শুধু একটি গাড়ির শোরুম নয়, বরং টেসলা ব্র্যান্ডের সঙ্গে গ্রাহকদের ঘনিষ্ঠ পরিচয় করিয়ে দেওয়ার একটি উদ্যোগ হিসেবেও কাজ করবে। সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে, শিগগির দিল্লিসহ দেশের অন্যান্য মেট্রো শহরগুলোতেও আরও এক্সপেরিয়েন্স সেন্টার খোলা হবে।
মুম্বাইয়ের অভিজাত বাণিজ্যিক এলাকা বিকেসিতে অবস্থিত এই শোরুমের জন্য টেসলা প্রতি মাসে প্রায় ৩৫ লাখ রুপি ভাড়া দিচ্ছে বলে জানা গেছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রকাশিত ছবিতে দেখা যায়, সম্পূর্ণ ব্র্যান্ডেড সজ্জায় সুসজ্জিত শোরুমের ভেতরে আংশিকভাবে ঢাকা অবস্থায় একটি সাদা টেসলা গাড়ি রাখা আছে।
এটি হবে ভারতে টেসলার প্রথম ফিজিক্যাল উপস্থিতি। যদিও এখনো ভারতে উৎপাদন কারখানা বা অ্যাসেম্বলি ইউনিট স্থাপনের বিষয়ে টেসলা কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি, তবে এই শোরুমের উদ্বোধনকে বাজার সম্ভাবনা যাচাই করার কৌশলগত পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

ভারতীয় গ্রাহকদের জন্য মডেল ওয়াই
এই শোরুমে টেসলা প্রদর্শন করছে তাদের বহুল জনপ্রিয় অল-ইলেকট্রিক এসইউভি, মডেল ওয়াই। শোরুম উদ্বোধনের জন্য শাংহাই থেকে ৬টি মডেল ওয়াই এসইউভি মুম্বাইয়ে আনা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, ফ্ল্যাটবেড ট্রাকে করে গাড়িগুলো শোরুমে আনা হচ্ছে ও উদ্বোধনের প্রস্তুতি চলছে।
ভারতীয় বাজারের জন্য টেসলা মডেল ওয়াইয়ের আপডেটেড সংস্করণ নিয়ে এসেছে, যার রঙ গাঢ় ধূসর, কালো অ্যালয় হুইল ও স্টাইলিশ কুপ আকৃতির বাহ্যিক নকশা নজর কেড়েছে। গাড়িটি থাকবে দুইটি ভেরিয়েন্টে- লং রেঞ্জ রিয়ার হুইল ড্রাইভ ও লং রেঞ্জ অল হুইল ড্রাইভ।
গাড়ির ভেতরে থাকবে দুটি রংয়ের (কালো-সাদা) মিনিমাল ডিজাইনের কেবিন, একটি ১৫ দশমিক ৪ ইঞ্চির টাচস্ক্রিন, ওয়্যারলেস চার্জিং, ইউএসবি-সি পোর্ট, ভয়েস কমান্ড, ইন্টারনেট কানেক্টিভিটি ও অ্যাপ-ভিত্তিক অ্যাক্সেস সুবিধা।

ভারতে দাম কত হতে পারে?
ভারতের কঠোর আমদানি শুল্কের কারণে টেসলা মডেল ওয়াইয়ের দাম শুরু হচ্ছে ৫৯ দশমিক ৮৯ লাখ রুপি থেকে (রিয়ার হুইল ড্রাইভ ভেরিয়েন্ট)। কারণ, ভারতে সম্পূর্ণরূপে আমদানি করা গাড়ির উপর ৭০ শতাংশ থেকে ১০০ শতাংশ পর্যন্ত কর বসে, যা গাড়ির চূড়ান্ত দামকে অনেকটাই বাড়িয়ে দেয়।
টেসলা প্রধান ইলন মাস্ক দীর্ঘদিন ধরেই ভারতের এই উচ্চ শুল্কের সমালোচনা করে আসছেন। তার দাবি, আমদানি শুল্ক কমানো হলে ভারতীয় গ্রাহকরা আরও সহজে টেসলা কিনতে পারবে। তবে ভারত সরকার স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, টেসলাকে প্রথমে দেশের ভেতর উৎপাদনে আসতে হবে- তবেই শুল্কে ছাড়ের বিষয়ে বিবেচনা করা হতে পারে। এ নিয়ে দু’পক্ষের মধ্যে আলোচনা চলছে, তবে এখন পর্যন্ত ভারতে কোনো টেসলা কারখানা স্থাপন সংক্রান্ত চূড়ান্ত ঘোষণা আসেনি।

সূত্র: এনডিটিভি