কাতারে ইসরাইলি হামলায় ইরানের নিন্দা

আন্তর্জাতিক ডেস্ক
  ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৬:০৭

কাতারের ওপর ইসরাইলি হামলার নিন্দা জানিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া বক্তব্যে এ নিয়ে কথা বলেন।
তিনি বলেন, এ পদক্ষেপ ‘আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন’ এবং ‘কাতার ও ফিলিস্তিনি মধ্যস্থতাকারীদের জাতীয় সার্বভৌমত্বের লঙ্ঘন’।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও বলেন, এটি অবশ্যই ‘এ অঞ্চল এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য একটি গুরুতর সতর্কবার্তা’ হিসেবে কাজ করবে।
এ বছরের জুনের শেষ দিক থেকে যুদ্ধবিরতি পালন করছে ইরান ও ইসরাইল।
এদিকে, ইসরাইলের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বলা হয়েছে, ‘হামাসের শীর্ষ সন্ত্রাসী নেতাদের বিরুদ্ধে আজকের অভিযান ছিল সম্পূর্ণ স্বাধীন ইসরাইলি অভিযান।’