রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ‘মন পড়তে’ আলাস্কা যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার সেখানেই হবে দুই নেতার বহুল আলোচিত বৈঠক। ট্রাম্প বলেছেন, প্রথম দুই মিনিটেই পুতিনের মন বুঝেই গতিপথ নির্ধারণ করবেন তিনি। কোনো সমঝোতা না হলে বৈঠক ছেড়ে চলে আসার জন্য প্রস্তুত আছেন বলেও জানিয়েছেন ট্রাম্প। মঙ্গলবার এ খবর জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস।
প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার হোয়াইট হাউজে এক সংবাদ সম্মেলন করেন ট্রাম্প। সেখানে তিনি বলেছেন, পুতিনের পরিকল্পনা বুঝতেই তিনি আলাস্কায় যাচ্ছেন। বৈঠকের শুরুতে যদি মনে হয় কোনো চুক্তি হওয়ার সম্ভাবনা নেই তাহলে আলোচনা ভেস্তে দিতেও প্রস্তুত আছেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্প-পুতিনের আসন্ন বৈঠককে সাম্প্রতিক সময়ের সবচেয়ে স্পর্শকাতর আলোচনা হিসাবে বিবেচনা করা হচ্ছে।
এই বৈঠকের ফল কেমন হবে সেটির দিকে তাকিয়ে আছে কিয়েভ ও ওয়াশিংটনের ইউরোপীয় মিত্ররা। তবে আলাস্কার বৈঠকে ইউক্রেন নিয়ে আলোচনার কথা থাকলেও সেখানে আমন্ত্রণ পাননি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তবে সোমবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও বার্তায় জেলেনস্কি বলেছেন, যুদ্ধবিরতির প্রস্তুতি নয়, বরং ইউক্রেনে নতুন করে হামলা চালানোর জন্য সেনাবাহিনী প্রস্তুত করছেন ভ্লাদিমির পুতিন।
তিনি আরও বলেছেন, ইউক্রেনীয় গোয়েন্দা ও সামরিক কমান্ডারদের প্রতিবেদন অনুযায়ী, আগামী শুক্রবার ট্রাম্পের সঙ্গে তার বৈঠককে নিজের ব্যক্তিগত বিজয় হিসাবে উপস্থাপন করতে চান পুতিন।
এরপর আগের মতোই তিনি যুদ্ধ চালিয়ে যাবেন। পুতিন নিশ্চিতভাবেই কোনো যুদ্ধবিরতি বা যুদ্ধের অবসানের প্রস্তুতি নিচ্ছেন না বলেই জানিয়েছেন জেলেনস্কি। আরও বলেছেন, রাশিয়ার পক্ষ থেকে এখনো পর্যন্ত যুদ্ধুপরবর্তী পরিস্থিতির জন্য প্রস্তুতি নেওয়ার কোনো সংকেত পাওয়া যায়নি। বরং তারা তাদের সেনা ও বাহিনীকে এমনভাবে পুনর্বিন্যাস করছে। যা নতুন হামলার প্রস্তুতির ইঙ্গিত দেয়।
এদিকে ট্রাম্প বলেছেন, যুদ্ধের অবসান করতে ইউক্রেনকে কিছু অঞ্চল ছেড়ে দিতে হবে। তবে এ প্রস্তাব পুরোপুরি প্রত্যাখ্যান করেছে ইউক্রেন। রাশিয়াকে কোনো ছাড় দিলে তারা যুদ্ধ বন্ধ করবে না বলেই জানিয়েছেন জেলেনস্কি।