ঈদ মানেই আনন্দ। আর মাত্র কয়েকটা দিন বাকি রোজার। পবিত্র রমজান মাস শেষ হলেই আসবে খুশির ঈদ। আর ঈদের আনন্দ দ্বিগুণ হয়ে উঠে যখন নতুন পোশাক আর অন্যান্য অনুষঙ্গ যোগ হয়। প্রিয়জনের জন্যে ঈদে কেনাকাটা করার ইচ্ছা তো সবারই থাকে ।
তবে এই কেনাকাটার জন্যে দোকানপাটে প্রচণ্ড ভিড় থাকে। তাই কিছু কিনতে যাওয়ার আগে কিছু বিষয়ে সতর্কতা অবলম্বন জরুরি হয়ে ওঠে। নয়তো এত কষ্টের টাকা সঠিকভাবে ব্যয় নাও হতে পারে। জীবনের প্রত্যেক ক্ষেত্রেই পরিকল্পনা থাকা ভালো। তাই ঈদের কেনাকাটার ক্ষেত্রেও একটি পরিকল্পনা তৈরি করা উচিৎ। তাই ঈদের কেনাকাটায় কিছু গুরুত্বপূর্ণ সতর্কতা মেনে চললে কেনাকাটা হবে ঝামেলামুক্ত ও আনন্দদায়ক।
চলুন জেনে নেওয়া যাক ঈদের কেনাকাটার আগে যেসব সতর্কতা অবলম্বন করা জরুরি-
বাজেট তৈরি
প্রথমেই বাজেট তৈরি করে নিন। কেননা আপনার কতটুকু সামর্থ্য, কোন খাতে কতটুকু খরচ করতে পারবেন সেটার হিসাব রাখা জরুরি। বাজেটের মধ্যে কেনাকাটা করলে সামর্থ্যের মধ্যেই সেরাটা কেনার সুযোগ হতে পারে। কেউ বাদ পড়ার ভয়ও থাকবে না। তাই ঈদের কেনাকাটা করতে যাওয়ার আগে অবশ্যই বাজেট তৈরি করে নিন। এতে আপনারই সুবিধা হবে।
অনলাইনে কেনাকাটা করুন, তবে সাবধানে
রোজা রেখে দোকানপাটের ভিড় এড়িয়ে স্বস্তিতে কেনাকাটা করার বিকল্প হিসেবে বেছে নিতে পারেন অনলাইন কেনাকাটা। তবে শুধু বিশ্বস্ত ওয়েবসাইট ও পরিচিত পেজ থেকেই অর্ডার করুন।অনলাইন পেজে বিক্রেতার রিভিউ দেখে নিন এবং ক্যাশ অন ডেলিভারি বা নিরাপদ পেমেন্টের ওপর আস্থা রাখুন।
কতটুকু প্রয়োজন
কোনো জিনিস কেনার আগে সেটা কতটুকু প্রয়োজন সেই চিন্তাও করে নিন। কেননা অনেক সময় অপ্রয়োজনেই অনেক টাকা নষ্ট হয়ে যায়। তাই ঈদে কাউকে উপহার দেওয়ার আগে অবশ্যই খেয়াল করুন তার জন্যে সেই জিনিসটি কতটুকু প্রয়োজন। যেই ধরনের পোশাক বছরে একবারও পরা হয় না, সেই ধরনের পোশাক না কেনাই ভালো। বরং মাঝে মধ্যেই ব্যবহার করা যায় এমন পোশাক কিনলে তা কাজে লাগবে।
শিশুদের কখনো হাতছাড়া করবেন না
ঈদের কেনাকাটায় লোকজনের ভিড় থাকে অনেক। তাই এই ভিড়ে শিশু হারিয়ে যাওয়ার ঘটনা প্রায়ই ঘটে। তাই ছোটদের হাত শক্ত করে ধরে রাখুন। প্রয়োজনে তাদের পকেটে আপনার ফোন নম্বর ও ঠিকানা লেখা কাগজ দিয়ে রাখুন। প্রয়োজনে আপনার আইডি কার্ডের ফটোকপিও দিয়ে রাখতে পারেন। তবে সবচেয়ে ভালো হয়, যদি শিশুদের বাজারেই না নিয়ে যাওয়া হয়।
সঠিক দাম যাচাই করুন
ঈদের বাজারে অনেক দোকানি পোশাকের অতিরিক্ত দাম বলে থাকে । তাই দরদাম করে পছন্দের জিনিসটি কিনুন। তবে তার আগে বিভিন্ন দোকান ঘুরে দাম যাচাই করে নিতে পারেন। তাহলে ঠকার আশঙ্কা কম থাকে।
নকল ও নিম্নমানের পণ্য এড়িয়ে চলুন
ঈদের সময়ে চাহিদার কারণে বাজারে অনেক ধরনের নকল ও নিম্নমানের পণ্যের ছড়াছড়ি থাকে। বিশেষ করে প্রসাধনী, পোশাক, পারফিউম ও ইলেকট্রনিক পণ্যের ক্ষেত্রে এই ধরনের প্রতারণা বেশি দেখা যায়। তাই সঠিক ব্র্যান্ডের পণ্য কিনতে নির্ভরযোগ্য দোকান থেকে কেনাকাটা করুন এবং সম্ভব হলে রসিদ সংগ্রহ করুন।
পকেটমার ও ছিনতাইকারী থেকে সাবধান
ঈদের সময় শপিং মলে পকেটমার ও ছিনতাইকারীদের আনাগোনা যেন অনেকাংশে বেড়ে যায়। তাই প্রয়োজনের বেশি নগদ টাকা না নেওয়াই ভালো। বরং অতিরিক্ত টাকা বিকাশে অথবা ব্যাংকিং কার্ডে সংগ্রহ করুন। ব্যাগ, মোবাইলফোন কিংবা মূল্যবান জিনিসপত্র নিরাপদ জায়গায় রাখুন। নারীরা ব্যাগ কাঁধে রাখার পরিবর্তে শক্তভাবে ধরে রাখুন। আর পুরুষেরা সামনের পকেটে মানিব্যাগ রাখার চেষ্টা করুন।
পরিবহন ও ভিড় সামলানোর প্রস্তুতি নিন
ঈদের আগে বাজারে ও শপিং মলগুলোতে প্রচুর ভিড় থাকে। তাই কেনাকাটার জন্য এমন সময় বেছে নিন, যেসময় ভিড় তুলনামূলক কম থাকবে। প্রয়োজনে নিজের বা পরিবারের নিরাপত্তার বিষয়েও সচেতন থাকুন।
ব্যাগে রাখুন ছাতা এবং পানির বোতল
ঈদের সময় যেই পরিমাণে ভিড় থাকে যে কেউ খুব সহজেই অসুস্থ হয়ে যেতে পারেন। আর ঈদ যত কাছে এগোচ্ছে, গরম টাও যেন বাড়ছে। তাই এই গরমে একটু রেহাই পেতে সঙ্গে রাখুন ছাতা এবং পানির বোতল। তাইলে কেনাকাটায় কিছুটা স্বস্তি মিলবে।