দশমীর সাজে সাবেকিয়ানার সঙ্গে একটু টুইস্ট

ডেস্ক রিপোর্ট
  ০২ অক্টোবর ২০২৫, ১৪:০০

আজ শুভ বিজয়া। এ দিন দেবী দুর্গা মর্ত্যে ছেড়ে কৈলাসে ফিরে যাবেন দোলায় চড়ে। আর দেবী দুর্গার বিদায়ের আগে মণ্ডপে মণ্ডপে সিঁদুর খেলায় মেতে উঠবেন হিন্দু ধর্মাবলম্বী নারীরা। তারা  দেবীর চরণের সিঁদুর নিয়ে নিজেদের রাঙিয়ে তুলবেন। অনেকেই এই দিনে সাজে সাবেকিয়ানা রাখতে চান। তবে সাবেকিয়ানার সঙ্গে একটু টুইস্ট যোগ সহজেই পেতে পারেন নতুন লুক। জানেন তো- শাড়ির সঙ্গে ব্লাউজের পরিবর্তে টপস এসে গেছে। এমনকি শাড়ির সঙ্গে আপনার টপকে স্বাচ্ছন্দ্যে মেলাতে পারবেন। শুধু তাই নয়, আপনি সহজেই শার্ট, টি-শার্ট এবং কুর্তির সঙ্গে ব্লাউজগুলো মিলিয়ে নিতে পারেন। আরও বিস্তারিত জেনে নিন।
টার্টল নেক ক্রপ টপ থাকলে শাড়ির সঙ্গে মিলিয়ে পরার চেষ্টা করুন। আপনি একটি সাধারণ টপের সঙ্গে একটি প্রিন্টেড শাড়ি মিলিয়ে নিতে পারেন। এ ছাড়া স্লিভলেস যে কোনও টপ বেছে নিতে পারেন। ভি নেক টি-শার্টের সঙ্গেও শাড়ি পরা যায়।
সাদা বা কালো রঙের কলার শার্ট পরে নিতে পারেন। এতে খুব আড়ম্বরপূর্ণ দেখাবে আপনাকে। এর সঙ্গে, আপনি আপনার হাতে লম্বা কানের দুল এবং একটি ঘড়ি ক্যারি করতে পারেন।  
কুর্তির সঙ্গে শাড়ি খুব কমই পরা হয়, তবে এই চেহারাটি বেশ ইউনিক এবং স্টাইলিশ দেখায়। এটিতে, আপনার শাড়ির প্লিটগুলিও ভালভাবে বজায় থাকে এবং আপনি স্বাধীনভাবে চলাফেরা করতে পারেন। শাড়ি এবং কুর্তির সমন্বয় আপনাকে এথনিক পোশাকের সাজেও খুব আধুনিক দেখায়।
শাড়ি পরলে চোখে ভারী মেকআপ নিতে পারেন। আর ঠোঁটে লাগাতে পারেন ন্যুড, পিচ, বারগেন্ডি, হালকা গোলাপি ও বেরিস কালারের লিপস্টিক। তবে রাতের সাজ গ্লসি ভাব জাগিয়ে তুলতে পারেন। বিজয়া দশমীতে দুর্গার লুক ফুটিয়ে তুলতে চাইলে মাথায় পরতে পারেন শোলার চূড়া কিংবা মুকুট।
দশমীর সাজকে পূর্ণতা দিতে পরতে পারেন টিপ। স্বস্তিক চিহ্ন, শিউলিসহ নানা ফুল, লতা-পাতা, মাছ, ময়ূর আঁকা টিপও পরতে পারেন। শাড়ির সঙ্গে বড় আকারের টিপ কিন্তু বেশ মানায়। 
শাড়ির সঙ্গে সাবেকি গহনা হতে পারে সঙ্গী। কানপাশা, বড় ঝুমকা শাড়ির সঙ্গে মানাবে। হাতে পরতে পারেন গোলাপ বালা, চুড়ি কিংবা চুড়। গলায় সীতাহার, মালা, নেকলেস পরে নিন ইচ্ছেমতো।