বরফের বাক্সে বসবাস করে গিনেস বুকে নাম

ডেস্ক রিপোর্ট
  ২৩ এপ্রিল ২০২৪, ১২:৪৫

৫৩ বছর বয়স পোল্যান্ডের বাসিন্দা লুকাস সজপুনারের। বরফের বাক্সের মধ্যে ৪ ঘণ্টার বেশি বসে ছিলেন তিনি। এজন্য অবশ্য গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডের তালিকায় নাম উঠেছে তার। এই রেকর্ড অর্জনের জন্য, মাথা ও ঘাড় ছাড়া শরীরের সব অঙ্গ অবশ্যই বরফে ডুবে থাকতে হবে ও সাঁতারের ট্রাঙ্ক ছাড়া অন্য কোনো পোশাক পরা যাবে না। লুকাস তার দাঁতগুলোকে ক্ষতি থেকে রক্ষা করতে একটি মাউথগার্ড পরেছিলেন।
বরফের বাক্সে থাকাকালীন তার শরীরের তাপমাত্রা ও চেতনার অবস্থা ক্রমাগত পর্যবেক্ষণ করা হয়েছিল। তিনি চার ঘণ্টা সময় অতিক্রম করার পর নিরাপত্তা স্টুয়ার্ডরা রেকর্ড প্রচেষ্টার সমাপ্তি ঘটানোর সিদ্ধান্ত নেন। সব মিলিয়ে লুকাস ৪ ঘণ্টা ২ মিনিট ছিলেন বাক্স ভর্তি বরফের মধ্যে।