পৃথিবীতে মানুষের গড় আয়ু কমেছে দুই বছর। গড় আয়ু নিয়ে সম্প্রতি এমন মতামত জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। ১.৮ বছর, অর্থাৎ প্রায় দুই বছর গড় আয়ু কমেছে। এর ফলে পুরো এক দশকের উন্নয়ন জলে গেছে বলে জানিয়েছে হু। স্বাস্থ্যক্ষেত্রের উন্নয়ন পিছিয়ে গেছে ১০ বছর। বিশ্ব স্বাস্থ্য সংস্থার বার্ষিক স্বাস্থ্য সমীক্ষা শুক্রবার প্রকাশিত হয়েছে। সেখানেই জানা গেছে এ তথ্য।
সমীক্ষায় জানা যায়, এক ব্যক্তির গড় আয়ুর চিত্র এখন উলটে গেছে। অর্থাৎ, আয়ু বাড়ার বদলে কমে গেছে। সংস্থাটি জানায়, ২০১৯ সাল থেকে ২০২১ সালের মধ্যে বিশ্বব্যাপী করোনা মহামারি ছড়িয়ে পড়েছিল। এই করোনার জেরেই মানুষের স্বাস্থ্য ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
সংস্থাটির মতে, এ দুই বছরের ক্ষতি সারা বিশ্বকে ১০ বছর পিছিয়ে দিয়েছে। বিবৃতিতে জানানো হয়, আগে মানুষের গড় আয়ু ছিল ৭৩.২ বছর। বর্তমানে সেটি কমে গেছে ১.৮ বছর। ফলে নতুন বয়স হয়েছে ৭১.৪ বছর। গড় আয়ু যেমন কমেছে, তেমনি কমেছে সুস্থভাবে বেঁচে থাকার সময়ও। সুস্থভাবে বেঁচে থাকা বলতে বোঝায় কোনো ক্রনিক রোগ ছাড়া সুস্থ শরীরে বেঁচে থাকা। ২০১২ সালের হিসাব অনুসারে, রোগহীন অবস্থায় বেঁচে থাকার সময় ছিল ৬৩.৪ বছর। কিন্তু ২০২১ সালে তা কমে গেছে দেড় বছর। বর্তমানে সুস্থভাবে বেঁচে থাকার সময় ৬১.৯ বছর।