জুতার তাকের যত্নে যত খুঁটিনাটি

লাইফস্টাইল ডেস্ক
  ১৫ আগস্ট ২০২৪, ২২:৫৮

বাড়িতে ঢোকার সময় প্রথমেই জুতার র‍্যাকের দিকে তাকাতে হয়। এই তাক অগোছালো হলে বা এলোমেলো হলে বিপত্তি। ক্লান্ত হয়ে ফিরে তাক যদি অগোছালো থাকে মন আরও ক্লান্ত হয়। অন্দরমহলের যত্ন নেওয়ার জন্য বা জুতার তাক পরিষ্কার রাখার বিষয়েও বাড়তি মনোযোগ প্রয়োজন। জুতার র‍্যাক আধুনিক রাখার জন্য যেভাবে জুতোর তাক সাজাবেন ভাবা দরকার।
জুতার তাক নিয়মিত পরিষ্কার
নিয়মিত জুতার তাক পরিষ্কার রাখুন। বাড়ির অন্যান্য জিনিসের মতোই ধুলোময়লা পরিষ্কার করতে হবে। সপ্তাহে অন্তত একদিন জুতাগুলো বার করে ভালো করে পরিষ্কার করুন।
জুতা র‍্যাকে তোলার আগে
জুতা র‌্যাকে তোলার আগে শুকনো কাপড়ে একবার মুছে নেবেন। এতে জুতার ধুলোময়লা র‌্যাকে লেগে থাকবে না। যদি জুতার তাকটি লোহার তৈরি হয়, তাহলে ভিজে কাপড়ে মুছবেন না। সুতির শুকনো কাপড় দিয়ে পরিষ্কার করবেন।
র‍্যাক দীর্ঘদিন পর গন্ধ ছড়ালে
দীর্ঘ দিন জুতার র‌্যাক পরিষ্কার না করলে তার থেকে বাজে গন্ধ বার হয়। দুর্গন্ধ দূর করতে ভিনিগার স্প্রে করতে পারেন। এতে পোকামাকড়ের উৎপাতও কম হবে।
কাঠের জুতার তাক ভালো 
মনে রাখবেন, প্লাস্টিকের চেয়ে কাঠের জুতা রাখার তাকই বেশিদিন টেকে। কাঠের তাক দীর্ঘ দিন ভালো রাখতে তার যত্নও নিন সেভাবেই। কাঠের তাকে পানি না লাগানোই ভালো। বৃষ্টিতে ভিজে জুতা খুলেই তাকে রাখবেন না। শুকিয়ে নিয়ে রাখুন।
নিম তেলের ব্যবহার
সপ্তাহে অন্তত একদিন নিম তেল দিয়ে পরিষ্কার করতে পারেন। এতে কাঠের তাকে ঘুণ ধরবে না। নারকেল তেলের সঙ্গে কর্পূর মিশিয়ে তার প্রলেপ দিলেও তাক দীর্ঘ দিন ভালো থাকবে।