রান্নাঘর পরিষ্কার রাখা ভীষণ ঝামেলার। তেল বা হলুদ তো আছেই আরও অনেক দাগ পড়ে রান্নাঘরে। খাবার গরম করার মাইক্রোওভেনটিকেও বাদ দেওয়ার সুযোগ নেই। ওভেনের দরজা বন্ধ থাকায় অনেকে খেয়ালই করেন না। কিন্তু এটি সাফ না করলে মাইক্রোওয়েভ হয়ে ওঠে জীবাণুদের আঁতুড়ঘর। তিনটি সহজ ধাপ অনুসরণ করলেই মাইক্রোওভেন পরিষ্কার করা সম্ভব। রইলো পরামর্শ:
সাবান পানি
প্রথমে মাইক্রোওয়েভ থেকে কাচের ট্রে বার করে নিন। তার পরে তা সাবান পানিতে ডুবিয়ে রাখুন। জমে থাকা তেল-ময়লা আলগা হয়ে গেলে ব্রাশ দিয়ে আলতোভাবে ঘষে ময়লা পরিষ্কার করে নিন।
মাইক্রোওভেন
বেকিং সোডা-লেবু ও লবণ
একটি পাত্রে পানির সঙ্গে লেবুর রস ও বেকিং সোডা মিশিয়ে নিন। তাতে কাপড় চুবিয়ে সেই কাপড় দিয়ে মাইক্রোওয়েভের ভেতর ও বাইরের অংশ ভালোভাবে মুছে নিন। একেবারে ঝকঝকে হয়ে যাবে মাইক্রোওয়েভ ওভেন।
ভিনিগার
একটি মাইক্রোওয়েভে দেওয়ার মতো পাত্রে ভিনিগার আর পানি মিশিয়ে নিন। তারপরে সর্বোচ্চ তাপমাত্রায় মিনিট পাঁচেকের জন্য মাইক্রোওয়েভ চালিয়ে দিন। এর থেকে যে ভাপ বেরোবে, তা গোটা যন্ত্রটির গায়ে লেগে সব ময়লা নরম করে দেবে।