প্রবাসী বাঙালিদের পদচারণায় সফলভাবে অনুষ্ঠিত হলো ‘চতুর্থ অমর একুশে বইমেলা আয়ারল্যান্ড ২০২৫’। ২৯ জুন ডাবলিন সিটি ইউনিভার্সিটির স্টোকস বিল্ডিং প্রাঙ্গণে দুপুর ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলে এ মেলা। লেখক-পাঠকের আড্ডা এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডে বইমেলাটি প্রাণবন্ত হয়ে উঠেছিল।
বাংলাদেশ থেকে অনলাইনে যুক্ত হয়ে আনুষ্ঠানিক উদ্বোধন করেন কথাসাহিত্যিক আনিসুল হক। তিনি প্রবাসে বাংলা ভাষা ও সংস্কৃতিচর্চার এ উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং আয়োজকদের ধন্যবাদ জানান। মেলা প্রাঙ্গণে ১৭টিরও বেশি স্টল ছিল। বইয়ের পাশাপাশি দেশীয় ঐতিহ্যবাহী খাবার, পোশাক এবং অলঙ্কারের স্টলগুলোও ভিন্ন মাত্রা যোগ করে।
দিনব্যাপী এ আয়োজনে ছিল লেখকদের সঙ্গে মতবিনিময়, স্বরচিত কবিতা পাঠ, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বাংলাদেশের ইতিহাস ও সংস্কৃতির ওপর ভিত্তি করে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা। প্রায় ৬শ’র বেশি দর্শনার্থীর সমাগম ঘটে এ মেলায়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বইমেলা উদযাপন কমিটির প্রধান এবং আয়ারল্যান্ড বইমেলার স্বপ্নদ্রষ্টা সৈয়দ মোস্তাফিজুর রহমান।
এ ছাড়া বক্তব্য রাখেন মো. মোস্তফা, আক্তার হোসেন, ড. শ্যামল হোসেন, সাজেদুল চৌধুরী, সাংবাদিক সৈয়দ জুয়েল, রন্টি চৌধুরী, কাজী কবির প্রমুখ। বক্তারা আয়ারল্যান্ডে বাংলা সাহিত্য ও সংস্কৃতিকে সমুন্নত রাখার জন্য এ ধরনের আয়োজনের গুরুত্ব তুলে ধরেন। লেখক, কবি ও সাহিত্যিকেরা এ মেলাকে মিলনমেলা হিসেবে অভিহিত করে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
২০২০ সালে সৈয়দ মোস্তাফিজুর রহমানের হাত ধরে শুরু হওয়া এ বইমেলা সফল হচ্ছে বহু মানুষের অক্লান্ত পরিশ্রমে। এবারের আয়োজক কমিটিতে ছিলেন সাহাদাত হোসেন, কামরুল ইসলাম, হুমায়ুন কবির অপু, নাসির আহমেদ, দিদারুল আলম প্রমুখ।
মেলায় উপস্থিত ছিলেন ডা. আরমান রহমান, ড. ফরহাদ, ড. লুবনা আহমেদ, কাউন্সিলর আজাদ তালুকদার, আনোয়ার হোসেন, ইনজামামুল হক জুয়েল, মাসুদ শিকদার, আব্দুর রহিম, ওমর ফারুক নিউটন, সবুজ, সাগর আহমেদ শামীম, সাইফুল ইসলাম, তামিম মজুমদার প্রমুখ।