সাউথ ফ্লোরিডার সাউথ কাউন্টি সিভিক সেন্টার ডেলরী বীচে অনুষ্ঠিত হলো ৭ম ফ্লোরিডা বইমেলা। গত ২৮ জুন (শনিবার) একুশে পদকপ্রাপ্ত নাট্যব্যক্তিত্ব ও মুক্তিযোদ্ধা মামুনুর রশীদ প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন।
দুপুর ২টা থেকে রাত ১১টা পর্যন্ত চলা মেলায় অংশ নেয় মুক্তধারা, নালন্দা, অনন্যা, অন্বয়সহ বিভিন্ন প্রকাশনী ও লেখকরা। প্রধান আকর্ষণ ছিল মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান।
প্রধান অতিথির বক্তব্যে মামুনুর রশীদ বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ নিয়ে আমাদের অহংকারকে নষ্ট করার অপচেষ্টা চলছে, এবার একটি অপশক্তি দীর্ঘমেয়াদি পরিকল্পনায় নেমেছে। তিনি প্রবাসীদের দেশের সংস্কৃতি লালনের চেষ্টাকে সাধুবাদ জানান।
বইমেলায় মুক্তিযোদ্ধা এম ফজলুর রহমান, নান্নু আহমদ, বুলবুল চৌধুরী, আলমগীর পাটোয়ারী, আব্দুল লতিফ, শেখ মুজিবুর রহমান ও আফরোজা খানমকে সংবর্ধনা দেওয়া হয়।
মেলার সাংস্কৃতিক অংশে গান, নৃত্য, কবিতা ও নাটক পরিবেশিত হয়। দিনাত জাহান মুন্নীর একক ও ডুয়েট গান, নীলাঞ্জনী নাট্যগোষ্ঠীর নজরুলের “মানুষ” কবিতার নাট্যরূপ মেলায় ভিন্নমাত্রা যোগ করে। ঢাকা ক্লাবের “শিল্পগ্রাম” কর্নার দেশীয় সংস্কৃতি ও কারুশিল্পের অনন্য প্রদর্শনীতে রূপ নেয়।
বইমেলার মিডিয়া পার্টনার ছিল উত্তর আমেরিকা প্রথম আলো, রূপালি বাংলাদেশ ও সময় টিভি।