আসন্ন রমজান মাসে মসজিদে হারাম ও মসজিদে নববিতে যারা তারাবিহ নামাজ পড়াবেন তাদের তালিকা প্রকাশ করা হয়েছে। দুই পবিত্র মসজিদের জেনারেল প্রেসিডেন্সি এ তালিকা প্রকাশ করে। তালিকা অনুযায়ী এ বছর (১৪৪৬ হিজরি, ২০২৫ খৃষ্টাব্দ) রমজানে মসজিদে হারামে তারাবিহ নামাজের ইমাম থাকবেন ৭ জন এবং মসজিদে নববিতে তারাবিহ নামাজের ইমাম থাকবেন ৮ জন। নির্ধারিত শিডিউল অনুসারে প্রতিদিন তারবিহ পড়াবেন ২ জন বা ৩ জন ইমাম।
মসজিদে হারামে যে সাত জন ইমাম তারাবিহ পড়াবেন
১. শায়খ আবদুর রহমান আস-সুদাইস
২. শায়খ মাহের আল মুয়াইকিলি
৩. শায়খ আব্দুল্লাহ জুহানি
৪. শায়খ বান্দার বালিলাহ
৫. শায়খ ইয়াসির আদ-দাওসারি
৬. শায়খ বাদার আত-তুর্কি
৭. শায়খ ওয়ালিদ আস-সামছান
মসজিদে হারামে এ বছর ১০ রাকাত তারাবিহ নামাজ, এরপর ৩ রাকাত বিতর নামাজ জামাতের সাথে আদায় করা হবে।
মসজিদে নববিতে যে আট জন ইমাম তারাবিহ পড়াবেন
১. শায়খ আহমাদ হুদাইফি
২. শায়খ সালেহ বুদাইর
৩. শায়খ খালেদ মুহান্না
৪. শায়খ আব্দুল্লাহ কারাফি
৫. শায়খ আব্দুল্লাহ বুওয়াইজান
৬. শায়খ মুহাম্মাদ বারাহজি
৭. শায়খ আহমাদ তালেব
৮. শায়খ মুহসিন আল কাসেম
মসজিদে নববিতেও এ বছর ১০ রাকাত তারাবিহ নামাজ, এরপর ৩ রাকাত বিতর নামাজ জামাতের সাথে আদায় করা হবে।
রমজান মাসে ওমরাহ পালনের জন্য যারা মক্কায় ও জিয়ারতের জন্য মদিনায় যাবেন তারা সরাসরি মসজিদে হারাম ও মসজিদে নববিতে অনুষ্ঠিতব্য তারাবিহ নামাজে অংশগ্রহণ করতে পারবেন। এ ছাড়া সারা পৃথিবী থেকেই হারামাইনের তারাবিহ নামাজের লাইভ সম্প্রচার দেখা যাবে।
এ বছর সৌদি আরবে পবিত্র রমজান মাস শুরু হবে ১ অথবা ২ মার্চ ২০২৫ থেকে। চূড়ান্ত তারিখ নির্ধারিত হবে ১৪৪৬ হিজরির শাবান মাসের ২৯ তারিখ, যা সৌদি আরবে ফেব্রুয়ারি ২৮, ২০২৫ তারিখে পড়ছে। ওইদিন সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মুসলমানরা রমজানের চাঁদ দেখার চেষ্টা করবেন।
সূত্র: উম্মিদ ডট কম