জুমার নামাজ না পড়লে হতে পারে ২ বছরের জেল

ডেস্ক রিপোর্ট
  ২৩ আগস্ট ২০২৫, ১৩:৫৩

বৈধ কারণ ছাড়া জুমার নামাজ এড়ালে জেল ও জরিমানের শাস্তি ঘোষণা করেছে মালয়েশিয়ার তেরেংগানু রাজ্য।
দ্য গার্ডিয়ান জানায়, বৈধ কারণ ছাড়া জুমার নামাজ না পড়লে পুরুষদের দুই বছর পর্যন্ত জেল হতে পারে। শারিয়াহ আইনের অধীনে, প্রথমবারে অপরাধীদের জন্য দুই বছর পর্যন্ত কারাদণ্ড এবং ৩,০০০ রিঙ্গিট (বাংলাদেশি টাকায় ৮৬,২৬০ টাকা) জরিমানা, অথবা উভয়ই প্রযোজ্য হবে বলে জানিয়েছে রাজ্য শাসক প্যান-মালয়েশিয়ান ইসলামিক পার্টি (পিএএস)

রাজ্য শাসকের পক্ষ থেকে বলা হয়েছে, জুমার নামাজ না পড়ার নিয়ম মসজিদের সাইনবোর্ডে জানানো হবে। এছাড়া কেউ নামাজ বাদ দিলে তার নজরদারি হবে সাধারণ মানুষ এবং স্থানীয় ধর্মীয় পুলিশের প্রতিবেদনের ওপর, যারা তেরেংগানু ইসলামিক অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের সঙ্গে যৌথভাবে কাজ করবে।
তেরেংগানু রাজ্যের বিধানসভা সদস্য মুহাম্মদ খালিল আব্দুল হাদি স্থানীয় সংবাদপত্র বেরিতা হারিয়ানকে বলেন, শাস্তি শুধুমাত্র শেষ উপায় হিসেবে আরোপ করা হবে। তিনি আরও বলেন, ‘এই সতর্কবার্তা অবশ্যই গুরুত্বপূর্ণ, কারণ জুমার নামাজ কেবল একটি ধর্মীয় প্রতীক নয়, মুসলিমদের মধ্যে আনুগত্য প্রকাশের মাধ্যমও।’