সৌদি আরবের হজ্ব কতৃপক্ষের প্রজ্ঞাপন

হজ্বের নিয়ম ভাঙলে ১৫ লাখ টাকা জরিমানাসহ কঠোর শাস্তি

ডেস্ক রিপোর্ট
  ২৫ ফেব্রুয়ারি ২০২৪, ২২:৫১

সৌদি আরবের হজ্ব সংশ্লিষ্ট কতৃপক্ষ জানিয়েছে হজ্বের নিয়ম ভাঙলে গুনতে প্রায় ১৫ লাখ টাকা সমপরিমাণ জরিমানা। সৌদি আরবের বাসিন্দা এবং পর্যটকেরা যদি প্রয়োজনীয় অনুমতি ছাড়া হজের কার্যক্রম পালন করেন তবে তাদের বাংলাদেশি মুদ্রায় এই পরিমাণ জরিমানা গুনতে হবে। একই সঙ্গে কারাদণ্ডও ভোগ করতে হবে। 
সংযুক্ত আরব আমিরাতের সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালের হজ্ব মৌসুমে প্রয়োজনীয় অনুমতি ছাড়া কোনো সৌদি নাগরিক বা দেশটিতে বসবাসকারী কোনো ব্যক্তি এবং পর্যটকেরা যদি হজ্ব কার্যক্রমে অংশগ্রহণ করেন তবে তাদের ৫০ হাজার সৌদি রিয়াল জরিমানা গুনতে হবে। যা বাংলাদেশি মুদ্রায় ১৪ লাখ ৬৩ হাজার টাকারও বেশি। 
সৌদি আরবের জেনারেল ডাইরেক্টরেট অব পাসপোর্টের সহায়তায় সৌদি আরবের হজ্ব কর্তৃপক্ষ এই উদ্যোগ নিয়েছে। মূলত, হজ্ব ব্যবস্থাপনা মসৃণ করতে এবং নিয়মকানুনকে কঠোরভাবে প্রয়োগ করার লক্ষ্যেই এই জরিমানা আরোপের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 
সৌদি আরবের হজ্ব ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয় জোর দিয়ে বলেছে, প্রয়োজনীয় অনুমতি ছাড়া হজ্ব পালন অবৈধ এবং এ ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তিকে ৫০ হাজার সৌদি রিয়াল জরিমানা দিতে হবে। এ ছাড়া, যথাযথ অনুমতি ছাড়া যারা হজ্বযাত্রীদের সৌদি আরবে আনলে যারা আনবে তাদেরও ৫০ হাজার রিয়াল জরিমানা দিতে হবে। 
একই সঙ্গে, তৎসংশ্লিষ্ট আইন লঙ্ঘনের জন্য দোষী প্রমাণিত হলে প্রবাসীদের ৬ মাসের কারাদণ্ড হবে এবং এরপর সৌদি আরব থেকে বহিষ্কার দেওয়া হবে। এ ছাড়া পরবর্তী ১০ বছর তারা কোনোভাবেই সৌদি আরবে প্রবেশ করতে পারবেন না। এমনকি আইনভঙ্গকারীদের গণমাধ্যমের সাহায্যে জনসাধারণের মাঝে অপমানিত করা হবে।