চলতি বছরের সবচেয়ে বয়স্ক হজযাত্রীর সন্ধান মিলেছে। ১৩০ বছর বয়সে হজযাত্রা করেছেন এক নারী। সৌদিতে পৌঁছানোর পর তাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়েছে। ১২ জুন (বুধবার) গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার জেদ্দা বিমানবন্দর দিয়ে তিনি সৌদিতে প্রবেশ করেছেন। সৌদি এয়ারলাইনসের একটি বিমানে তিনি সৌদি পৌঁছান। এ সময় তাকে বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়। সবচেয়ে বয়স্ক এ নারী আলজেরিয়ার নাগরিক। তার নাম সারহোদা সাতিত।
সংবাদমাধ্যম জানিয়েছে, প্রবীণ এ হজযাত্রীর হজ পালনের দৃঢ়তা সকলকে মুগ্ধ করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে তার প্রশংসা করেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ওই নারীর বিমানবন্দরে বরণের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। এতে দেখা গেছে, বিমানবন্দরে ওই নারীকে হুইল চেয়ায়ে করে নিয়ে যাওয়া হচ্ছে।
ওই নারী বিমানবন্দরে পৌঁছানোর পর কর্মকর্তারা তাকে ফুলের মালা পরিয়ে দেন। এ সময় ওই নারী সকলের কল্যাণের জন্য দোয়া করেন। তিনি বলেন, মহান আল্লাহ সৌদি আরব ও এর জনগণের সুরক্ষা দান করুন। এর আগে আরব নিউজ জানায়, এ বছর ১০৪ বছর বয়সে হজ করতে এসেছেন খাজিমিয়ি হাতিম নামের এক নারী। ধারণা করা হচ্ছে, চলতি বছরের সবচেয়ে বয়স্ক হাজি তিনি। তারপর আলজেরিয়ার এ নারী হজ করতে আসায় এবার সবচেয়ে বয়স্ক নারী হিসেবে হজ পালন করতে যাচ্ছেন তিনি।
প্রতিবেদনে বলা হয়, গত ২৫ মে মদিনার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে সৌদিতে প্রবেশ করেন হাতিম। ইরাকের নাগরিক এ প্রবীণ নারী। এ সময় বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। প্রবীণ এ হজযাত্রীকে মক্কা থেকে মদিনায় তার দেশীয় এজেন্ট আলী আবদ আল-রিদা গাইড করছেন। তারা এক পবিত্র শহর থেকে আরেক পবিত্র শহরে আল-হারামাইন ট্রেনে করে গিয়েছেন। মদিনায় নেমে মসজিদে নববীও পরিদর্শন করেছেন এ নারী।
গাইড আলী আবদ বলেন, হাতিম নামের ওই নারী হজ পালনের জন্য বদ্ধপরিকর ছিলেন। তার হজ পালনের উদ্দেশে যাত্রা ইরাকি হজ মিশন ও সাধারণ ইরাকিদের জন্য গর্ব এবং আনন্দের বিষয়।