আল্লাহর রাসুল (সা.) কি ছায়াহীন ছিলেন?

ধর্ম ডেস্ক
  ২২ সেপ্টেম্বর ২০২৪, ২২:০২

আমাদের দেশে অনেকের মধ্যে একটা কথা প্রচলিত রয়েছে যে আল্লাহর রাসুলের (সা.) ছায়া ছিল না। রোদে বা আলোতে তার ছায়া পড়তো না। অনেক ইসলামি আলোচকও তাদের আলোচনা বা ওয়াজে এমনটি প্রচার করে থাকেন। এই তথ্যটি সঠিক নয়। এ রকম তথ্য সম্বলিত একটি হাদিস বর্ণনা করা হয় যা জাল ও ভিত্তিহীন।
আল্লাহর রাসুল (সা.) আমাদের মতোই রক্ত-মাংসের মানুষ ছিলেন। স্বাভাবিক নিয়মে তার ছায়াও পড়তো। আল্লাহ রাসুল (সা.) স্বাভাবিক নিয়মেই পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন, জীবন যাপন করেছেন, খাবার গ্রহণ করেছেন, বিয়ে করেছেন, আল্লাহর দেওয়া দায়িত্ব পালন শেষে স্বাভাবিক নিয়মেই মৃত্যুও বরণ করেছেন। আল্লাহ তাআলা বলেন,

قُلۡ اِنَّمَاۤ اَنَا بَشَرٌ مِّثۡلُكُمۡ یُوۡحٰۤی اِلَیَّ اَنَّمَاۤ اِلٰـهُكُمۡ اِلٰهٌ وَّاحِدٌ فَمَنۡ كَانَ یَرۡجُوۡا لِقَآءَ رَبِّهٖ فَلۡیَعۡمَلۡ عَمَلًا صَالِحًا وَّ لَا یُشۡرِكۡ بِعِبَادَۃِ رَبِّهٖۤ اَحَدًا
বল, আমি তোমাদের মতই একজন মানুষ। আমার নিকট ওহি প্রেরণ করা হয় যে, তোমাদের ইলাহই এক ইলাহ। সুতরাং যে তার রবের সাক্ষাৎ কামনা করে, সে যেন সৎকর্ম করে এবং তার রবের ইবাদাতে কাউকে শরীক না কর। (সুরা কাহাফ: ১১০)
দুনিয়ায় আল্লাহর সব নবিই স্বাভাবিক মানুষ ছিলেন। কাফেররা নবিজির (সা.) সাধারণ মানুষের মতো জীবনযাপন নিয়ে প্রশ্ন তুললে কোরআনে আল্লাহ তাআলা বলেন,

وَ مَاۤ اَرۡسَلۡنَا قَبۡلَكَ مِنَ الۡمُرۡسَلِیۡنَ اِلَّاۤ اِنَّهُمۡ لَیَاۡكُلُوۡنَ الطَّعَامَ وَ یَمۡشُوۡنَ فِی الۡاَسۡوَاقِ وَ جَعَلۡنَا بَعۡضَكُمۡ لِبَعۡضٍ فِتۡنَۃً اَتَصۡبِرُوۡنَ وَ كَانَ رَبُّكَ بَصِیۡرًا

আর তোমার পূর্বে যত নবী আমি পাঠিয়েছি, তারা সবাই আহার করত এবং হাট-বাজারে চলাফেরা করত। আমি তোমাদের একজনকে অপরজনের জন্য পরীক্ষাস্বরূপ করেছি। তোমরা কি ধৈর্যধারণ করবে? আর তোমার রব সর্বদ্রষ্টা। (সুরা ফুরকান: ২০)
এ ছাড়া বিশুদ্ধ সূত্রে একাধিক হাদিস থেকেও বোঝা যায় যে আল্লাহর রাসুলের (সা.) ছায়া ছিল। যেমন আল্লাহর রাসুলের স্ত্রী জয়নব (রা.) থেকে বর্ণিত একটি হাদিসে এসেছে, নবিজি (সা.) তার ঘরে ঢোকার সময় তিনি তার ছায়া দেখতে পান। (মুসনাদে আহমাদ:২৬৮৬৬)
তাই স্বাভাবিক সব মানুষের মতো নবিজিরও (সা.) ছায়া পড়তো এ ব্যাপারে সন্দেহের কোনো অবকাশ নেই।