নতুন উপদেষ্টার সন্ধানে সরকার, জাফর উদ্দীন হতে পারেন বাণিজ্য উপদেষ্টা

বিশেষ প্রতিবেদক
  ০৬ অক্টোবর ২০২৪, ১৩:২০

দ্রব্যমূল্য বাড়ছে। ব্যবসা-বাণিজ্যে চলছে নানা সমস্যা। অবস্থা সামাল দিতে নানা জটিলতার মুখোমুখি হচ্ছে বাণিজ্য মন্ত্রণালয়।বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ একই সঙ্গে দায়িত্ব পালন করছেন অর্থ মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়। এছাড়া তিনি বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়েরও দায়িত্ব পালন করছেন। ফলে দেশের তিনটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় সামাল দেওয়া তার পক্ষে কঠিন হয়ে পড়েছে।
এ অবস্থায় বাণিজ্য মন্ত্রণালয়ের জন্য একজন নতুন উপদেষ্টা খোঁজা হচ্ছে বলে জানা গেছে। আর এই মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন সাবেক কোনো সচিব অথবা দেশের শীর্ষ কোনো ব্যবসায়ী। এক্ষেত্রে অবসরপ্রাপ্ত কোনো সচিবকে এই মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হতে পারে। মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব ড. মো. জাফর উদ্দীনের নাম পছন্দের তালিকায় শীর্ষে রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
সূত্র জানায়,বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার জন্য ইতোমধ্যে বেশ কয়েকজন ব্যবসায়ীকে অনানুষ্ঠানিকভাবে অনুরোধ করা হয়েছে। একই সঙ্গে এই মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন এমন একজন সাবেক সচিবকেও মন্ত্রণালেয়ের দায়িত্ব দেওয়া হতে পারে। সম্প্রতি বাণিজ্য মন্ত্রণালয়ের সাবেক এক সচিব অর্থ উপদেষ্টার সঙ্গে তার কার্যালয়ে দেখা করেন। মনে করা হচ্ছে সে সময় বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে।