প্রতিপক্ষ কোচের নাক চেপে তিন ম্যাচ নিষিদ্ধ মরিনহো

স্পোর্টস ডেস্ক
  ০৬ এপ্রিল ২০২৫, ১২:৫৭

এবার নতুন বিতর্কে জড়িয়ে তিন ম্যাচের নিষেধাজ্ঞা পেলেন ফেনারবাচে কোচ হোসে মরিনহো। পাশাপাশি জরিমানাও করা হয়েছে ৬ হাজার পাউন্ড! প্রতিপক্ষ কোচের নাক চেপে এই কাণ্ডের জন্ম দিয়েছেন তিনি। 
ঘটনাটা ঘটেছে তুর্কি কাপের কোয়ার্টার ফাইনালের শেষ দিকে। গত বুধবার গ্যালাতাসারাইয়ের কাছে ২-১ গোলে হেরে যায় মরিনহোর দল ফেনারবাচে। 
পুরো ম্যাচ জুড়ে ছিল উত্তেজনা। দুই দলের খেলোয়াড়রা ঝামেলায় জড়ানোয় রেফারি তিনজনকে লাল কার্ড দেখিয়েছেন। যার দুজনই ছিলেন গ্যালাতাসারাইয়ের। শেষ বাঁশি বাজার পর ৬২ বছর বয়সী মরিনহো জন্ম দেন সেই কাণ্ডের।  গ্যালাতাসারাই কোচ ওকান বুরুকের নাক চেপে ধরেন তিনি। এই ঘটনার পর বুরুক অবশ্য নাটকীয়ভাবে মাটিতেও পড়ে যান।
তুর্কি ফুটবল  ফেডারেশন বিবৃতিতে জানিয়েছে, ‘তিনটি অফিশিয়াল ম্যাচে মরিনহো ড্রেসিং রুমে প্রবেশ করতে পারবেন না। ডাগআউটেও তার জন্য নিষেধাজ্ঞা থাকবে।’
সুপার লিগে ফেনারবাচে এখন দুইয়ে অবস্থান করছে। শীর্ষে থাকা গ্যালাতাসারাইয়ের চেয়ে ৬ পয়েন্টে পিছিয়ে তারা। একটি ম্যাচ অবশ্য হাতে আছে।