সাকিব আল হাসানের আরেকটি ‘টাফ ডে’

স্পোর্টস ডেস্ক
  ১৪ জুলাই ২০২৫, ১২:১৫


তাঁর দুটি ভূমিকা, ব্যাটিং এবং বোলিং। কখনো কখনো একটায় সফল না হলে আরেকটায় পুষিয়ে দেওয়ার সুযোগ থাকে। কিন্তু এমনও দিন আসে, যখন ব্যাটিং, বোলিং কোনোটাই ভালো হয় না। গ্লোবাল সুপার লিগে টানা দ্বিতীয় ম্যাচে এমন অভিজ্ঞতাই হলো সাকিব আল হাসানের।
আজ গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের বিপক্ষে বোলিংয়ের পর ব্যাটিংয়েও ‘ফ্লপ’ অলরাউন্ডার সাকিব। যেমনটা কেটেছে এর আগের ম্যাচেও। সাকিবের আরেকটি ‘টাফ ডে’র ম্যাচে হেরেছে তাঁর দল দুবাই ক্যাপিটালসও। মঈন আলীর অলরাউন্ড পারফরম্যান্সে গায়ানা অ্যামাজন ৫৭ রানে হারিয়েছে দুবাই ক্যাপিটালসকে।
গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামের ম্যাচটিতে প্রথমে ব্যাট করে গায়ানা অ্যামাজন তোলে ৭ উইকেটে ১৩৮ রান। দুবাইয়ের হয়ে ৩১ রানে ৪ উইকেট নেন বাঁহাতি পেসার কলিম সানা। এ ছাড়া একটি করে উইকেট নেন ডমিনিক ড্রেকস, কায়েস আহমেদ ও গুলবাদিন নাইব। সাকিব ৪ ওভার হাত ঘুরিয়ে ২১ রান দিয়ে উইকেট পাননি।
রান তাড়ায় সাকিব ব্যাট করতে নামেন পাঁচ নম্বরে। ততক্ষণে ৩৬ রানে ৩ উইকেট হারিয়ে ফেলেছে দুবাই। এমনকি টানা দুই বলে উইকেট হারানোয় সাকিব ছিলেন রোমারিও শেফার্ডের হ্যাটট্রিকের মুখে। সাকিব সেটা সামলে নিয়েছেন ভালোমতোই। তবে ইনিংস বড় করতে পারেননি। শেফার্ডকে একটি চার মারার পরের ওভারে মঈন আলীর বলে হন বোল্ড। মাঠ ছাড়েন ৫ বলে বাউন্ডারির ৪ রান নিয়েই।
খরচ প্রায় ৪ কোটি টাকা, বাংলাদেশে আম্পায়ার টফেলের কাজ কী
শেষ পর্যন্ত দুবাই ক্যাপিটালস ৮১ রানে অলআউট হলে বড় ব্যবধানেই হারেন সাকিবরা। এর আগে হোবার্ট হারিকেনসের কাছে ৭ উইকেটে হেরেছিল দুবাই। সে ম্যাচে সাকিব ব্যাট হাতে ১০ বলে ৭ রান আর বল হাতে ৪ ওভারে ৩৪ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন।
এখন পর্যন্ত গ্লোবাল সুপার লিগে ৩ ম্যাচ খেলে একটিতে জিততে পেরেছে দুবাই। সেন্ট্রাল ডিস্ট্রিক্টের বিপক্ষে সে ম্যাচে সাকিব ৩৭ বলে অপরাজিত ৫৮ রান ও ১৩ রানে ৪ উইকেট নেন। এই মুহূর্তে পাঁচ দলের এই টুর্নামেন্টে ২ পয়েন্ট নিয়ে চারে অবস্থান করছে দুবাই। ৩ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে গায়ানা অ্যামাজন, ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে রান রেটে পিছিয়ে দুইয়ে রংপুর রাইডার্স।