২০২৫ সালের ক্লাব বিশ্বকাপের ফাইনাল ম্যাচে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন পিএসজিকে ৩-০ গোলে হারিয়ে শিরোপা জেতে ইংলিশ ক্লাব চেলসি। একপেশে দাপুটে পারফরম্যান্সে ম্যাচের প্রথমার্ধেই কোল পালমারের দুটি ও জোয়াও পেদ্রোর একটি গোলে জয় নিশ্চিত করে এনজো মারেসকার শিষ্যরা।
তবে মাঠের খেলা শেষ হলেও আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে ট্রফি বিতরণ অনুষ্ঠান। কারণ, চূড়ান্ত উদযাপন মুহূর্তে ঘটে যায় এক অনন্য ও অদ্ভুত ঘটনা—যেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হয়ে ওঠেন ‘অপ্রত্যাশিত নায়ক’।
ম্যাচ শেষে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো ও আমন্ত্রিত ডোনাল্ড ট্রাম্প হাজির হন ট্রফি হস্তান্তর করতে। ট্রাম্প নিজ হাতে চেলসি অধিনায়ক রিস জেমসের হাতে ট্রফি তুলে দেন। এরপর ইনফান্তিনো তাকে পেছনে সরে যাওয়ার ইঙ্গিত দেন, যেন দলটি একসঙ্গে ট্রফি নিয়ে উদযাপন করতে পারে। কিন্তু ট্রাম্প সেই অনুরোধ উপেক্ষা করে খেলোয়াড়দের কেন্দ্রেই দাঁড়িয়ে থাকেন, চেলসির খেলোয়াড়দের মাঝখানে এক ‘অচেনা অতিথি’ হিসেবে।