যে কারণে গোলাপি জার্সিতে মাঠে নেমেছে দক্ষিণ আফ্রিকা

স্পোর্টস ডেস্ক
  ২০ মার্চ ২০২২, ১৪:২২

গত পরশু রাতে একটি চক্র পূরণ হলো বাংলাদেশ দলের। যেখানেই তারা খেলেছে, প্রতিটি দেশেই জিতেছে ওডিআইতে। ২০ বছরে দক্ষিণ আফ্রিকায় তিন ধরনের ক্রিকেটে এই প্রথম জয়ের দেখা মিলল ২০তম ম্যাচে।


এদিকে প্রথম ওয়ানডেতে ৩৮ রানে হেরে এখন সিরিজ হারানোর শঙ্কায় ভুগছেন প্রোটিয়ারা। সেই শঙ্কা নিয়েই আজ জোহানেসবার্গের ওয়ান্ডারার্সে টাইগারদের মুখোমুখি টেম্বা বাভুমার দল। 

ইতোমধ্যে টস অনুষ্ঠিত হয়েছে। টসভাগ্য গেছে বাংলাদেশের পক্ষে। টসে জিতে আগে ব্যাটিং নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল।

আজ ম্যাচে মালান, ডুসেন, বাভুমাদের সবুজ জার্সিতে দেখা যাচ্ছে না।  গোলাপি পোশাক পরে মাঠে নেমেছে প্রোটিয়ারা।  গোলাপি জার্সিতে রহস্যময় কারণে অপ্রতিরোধ্য হয়ে উঠে দলটি। এখন পর্যন্ত ৯ ম্যাচের সাতটিতেই জিতেছে তার এই রঙের জার্সিতে। সর্বশেষ ম্যাচে জয়টা এসেছিল পাকিস্তানের বিপক্ষে।

তবে কি সিরিজ বাঁচাতে গোলাপি রঙে সেজেছেন প্রোটিয়ারা?

না বিষয়টি তেমন নয়।  জানা গেছে, স্তন ক্যানসার নিয়ে সচেতনতা বৃদ্ধি করার জন্য এই জার্সিতে খেলতে নামবে দক্ষিণ আফ্রিকা দল।