ঘরের মাঠে শক্তিশালী ভারতকে ৩-০ ব্যবধানে সিরিজ হারানো দক্ষিণ আফ্রিকা এখন বিপদে পড়েছে বাংলাদেশের বিপক্ষে।
প্রথম ওয়ানডেতে ৩৮ রানে হেরে এখন সিরিজ হারানোর শঙ্কায় ভুগছেন প্রোটিয়ারা। সেই শঙ্কা নিয়েই আজ জোহানেসবার্গের ওয়ান্ডারার্সে টাইগারদের মুখোমুখি হবেন টেম্বা বাভুমার দল।
এ ম্যাচ হারলে আবার ওয়ানডে সুপার লিগে পয়েন্ট হারিয়ে খাদের আরও কিনারায় পড়ে যাবে আফ্রিকার দলটি। এখন পর্যন্ত সুপার লিগে ১১ ওয়ানডেতে মাত্র ৩টিতে জিতেছেন প্রোটিয়ারা। ৩৯ পয়েন্ট নিয়ে তারা আছে দশ নম্বরে।
সেরা আট দলের মধ্যে থাকতে না পারলে ভারতে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলতে পারবে না দক্ষিণ আফ্রিকা। বাছাইপর্ব পেরিয়ে আসতে হবে।
সব মিলিয়ে রোববার বড় দুশ্চিন্তা নিয়ে তামিম-সাকিবদের মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা।
এ বিষয়ে প্রোটিয়া অধিনায়ক টেম্বা বাভুমা বললেন, ‘বাংলাদেশের বিপক্ষে খেলছি বলেই পয়েন্ট পেয়ে যাব, এমন গ্যারান্টি নেই। আমাদের ভালো ক্রিকেট খেলতে হবে। আমরা যেমন খেলতে জানি, সেটা দেখাতে হবে। পয়েন্টের দিক থেকে ভাবলে, আমি নিশ্চিত নই এটা আমাদের কোথায় নিয়ে যাবে। আমরা কেবল জানি, রোববারের ম্যাচটি আমাদের বাঁচামরার লড়াই। আমাদের সব ডিপার্টমেন্টে সেরা ক্রিকেট খেলতে হবে। যদি সেটা করতে পারি, তবে যে পয়েন্ট দরকার সেটাও পেয়ে যাব।’