র‌্যাকেট ছেড়ে অস্ত্র হাতে ইউক্রেনের টেনিস তারকা

অনলাইন ডেস্ক
  ২০ মার্চ ২০২২, ১৪:৩৫

ইউক্রেনের পুরুষ টেনিসার সার্গি স্তাখোভস্কি জানিয়েছেন, রাশিয়ার সেনাদের বিরুদ্ধে যুদ্ধ করতে যুদ্ধের মধ্যে তিনি তার নিজ দেশ ইউক্রেনে ফিরে এসেছেন । 


যদিও যুদ্ধ করার কোনো প্রশিক্ষণ বা অভিজ্ঞতা নেই তার। কিন্তু নিজের কাছে একটি অস্ত্র আছে সেটি দিয়েই রাশিয়ানদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে চান তিনি। 

এ ব্যাপারে সার্গি স্তাখোভস্কি বিবিসি রেডিও ফাইভকে বলেন, আমি আমাদের দেশকে রক্ষা করতে চাই । যা আমাদের তা রক্ষা করতে চাই। 

তিনি আরও বলেন, সেনাবাহিনীর রিজার্ভ ফোর্সে যোগ দেওয়ার বিষয়টি পুতিনই সহজ করে দিয়েছে।  কারণ সে সিদ্ধান্ত নিয়ে ইউক্রেন কখনো থাকবে না।  আমার কাছে একটি অস্ত্র আছে। আর আমি এটি ব্যবহার করতে প্রস্তুত আছি। 

এদিকে রাশিয়া ইউক্রেনে আটদিন ধরে হামলা করছে। এ পর্যন্ত এ হামলায় দুই পক্ষেরই কয়েক হাজার মানুষ নিহত  হয়েছেন। আহত হয়েছেন অসংখ্য মানুষ। ইউক্রেন শুরুর দিকে রাশিয়ার বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তোলে। কিন্তু দুই দিন ধরে দুটি শহরে অব্যাহতভাবে গোলাবর্ষণ করে যাচ্ছে রাশিয়া।