মার্কিন নির্বাচনের আর মাত্র ২ দিন বাকি। শেষ মুহূর্তের প্রচারণায় শনিবার দক্ষিণ-পূর্বের ব্যাটলগ্রাউন্ড হিসেবে পরিচিত উত্তর ক্যারোলিনা রাজ্যে জনসভা করেন ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিস এবং রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প।
বিভিন্ন জরিপের উঠে এসেছে, এবারের নির্বাচনে ট্রাম্প ও হ্যারিসের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে।
রোববার (৩ নভেম্বর) বিবিসির লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, ডোনাল্ড ট্রাম্প উত্তর ক্যারোলিনার একটি জনসভায় প্রায় ৯০ মিনিট ভাষণ দিয়েছেন। সেখানে সমর্থকদের কাছে আত্মবিশ্বাসের বার্তা দিয়ে ট্রাম্প বলেন, ‘আপনি হয়তো অনেকবার জিতেছেন। এবারও জিতবেন নিশ্চয়। তারপরও সাবধান থাকা ভালো। যেকোনো সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে।’
সমর্থকদের উদ্দেশে রিপাবলিকান প্রার্থী আরও বলেন, ‘যুক্তরাষ্ট্র এখন অধিকৃত দেশ কিন্তু শিগগিরই তা আর থাকবে না। ৫ নভেম্বর নির্বাচন হবে আমেরিকার মুক্তির দিন। আমেরিকা মুক্তি পেতে যাচ্ছে।’
সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমি কঠোর পরিশ্রম করছি কারণ আমাদের জিততে হবে।’
ট্রাম্পের প্রচার শিবির জানিয়েছে, ট্রাম্প আগামীকাল পেনসিলভানিয়া, উত্তর ক্যারোলিনা ও জর্জিয়ায় সমাবেশ করবেন।
এদিকে পরাজিত হলে এবারও ঝামেলা করতে পারেন ডোনাল্ড ট্রাম্প এমন আশঙ্কা প্রকাশ করছে তার প্রতিপক্ষ ডেমোক্র্যাট শিবির। ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল এখনো মেনে নেননি ট্রাম্প। পাশাপাশি ট্রাম্প সমর্থকদের একটি বড় অংশ এখনো বিশ্বাস করে, সেই নির্বাচনের ফল চুরি করে তাদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়েছিল।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানায়, ২০২০ সালের ভোটের দিন সকালে নিজেকে আগাম বিজয় ঘোষণা করে উত্তেজনা তৈরি করেছিলেন ট্রাম্প। এমন পদক্ষেপ ঠেকাতে এবার ব্যবস্থা নিবে ডেমােক্র্যাটরা।
গতবার বুধবার এবিসি নিউজে দেওয়া এক সাক্ষাৎকারে ডেমোক্র্যাটিক প্রার্থী হ্যারিস বলেছেন, ‘ট্রাম্প যদি গণমাধ্যম ব্যবহার করে মার্কিনিদের ভুলভাল বোঝানোর চেষ্টা করেন, তাহলে তা ঠেকাতে আমরা প্রস্তুত আছি।'