নিউইয়র্কে অত্যাধিক হারে বাড়ছে স্বর্ণের দাম। আগে প্রতি গ্রাম ৬৮-৭০ ডলার হলেও বর্তমানে এর দাম গিয়ে দাড়িয়েছে ৯০ ডলারের ওপরে। যা ১০০ ডলারও অতিক্রম করতে পারে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। বিশেষজ্ঞরা বলছেন, এই বৃদ্ধির পেছনে ফেডারেল রিজার্ভের নীতিগত সিদ্ধান্ত এবং আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রভাব অন্যতম।
জানা গেছে, গত কিছু সপ্তাহ ধরে স্বর্ণের দাম প্রায় ৩২ শতাংশ বেড়েছে। যা মূলত ক্রমবর্ধমান ভূ-রাজনৈতিক উত্তেজনা, সুদের হার কমানো এবং বৈশ্বিক অর্থনৈতিক মন্দার লক্ষণের কারণে ঘটেছে।
সংশ্লিষ্টরা বলছেন, মার্কিন নির্বাচন এবং ফেডের সভা সোনার বাজারে নতুন অস্থিরতা সৃষ্টি করতে পারে। মূলত মার্কিন বাজারে ভোটদানের সময় সাধারণত অস্থিরতা বৃদ্ধি পায়। ভোটদানে অনিশ্চয়তা এবং রাজনৈতিক চাপ স্বর্ণকে একটি নিরাপদ বিনিয়োগ হিসেবে আরও জনপ্রিয় করে তুলছে। এছাড়া, ফেডের নীতিগত সিদ্ধান্তও স্বর্ণের দামকে প্রভাবিত করছে। কারণ সুদের হার কমালে মূল্যবান ধাতুর প্রতি চাহিদা বৃদ্ধি পায়।
স্বর্ণের বাজারের অস্থিরতা নিয়ে স্থানীয় ব্যবসায়ীরা বেশ উদ্বিগ্ন। তারা বলছেন, নির্বাচনের পর বাজার কিছুটা স্থিতিশীল হবে। তবে তারা এই পরিস্থিতিতে সতর্ক থাকতে চান। ক্রেতারা স্বর্ণের দাম বৃদ্ধির কারণে নিজেদের বাজেট পুনর্বিবেচনা করছেন। যা সোনার বাজারে আগ্রহকে প্রভাবিত করছে।
এদিকে,সোনার দাম বৃদ্ধির কারণে ক্রেতাদের মধ্যেও উদ্বেগ বাড়ছে। ব্যবসায়ীরা মনে করছেন, যদি দাম বাড়তে থাকে তাহলে অনেক ক্রেতা সোনা কেনার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে পারেন। এই অস্থিরতার মধ্যেও কিছু ব্যবসায়ী নির্বাচনের ফলাফলের পর মার্কেটে সোনার দাম আরও বাড়তে পারে বলেও ধারণা করছেন। সর্বশেষ নিউইয়র্কের দোকান গুলোতে ৩ নভেম্বর রোববার ৯৬ ডলার প্রতি গ্রাম বিক্রি হয়েছে।