ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেন বলেছেন, ট্রাম্পের সঙ্গে আবারও কাজ করার জন্য উন্মুখ হয়ে আছি আমি। ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও যুক্তরাষ্ট্র ‘শুধু মিত্র’র চেয়েও বেশি। আমরা আমাদের জনগণের সত্যিকারের অংশীদারত্বে আবদ্ধ, যা ৮০ কোটি নাগরিককে একত্রিত করে।
তিনি বলেন, আসুন আমরা একটি ট্রান্সঅ্যাটলান্টিক অংশীদারত্বের মাধ্যমে একসঙ্গে কাজ করি। আটলান্টিকের চারপাশে দিকে লাখ লাখ কর্মসংস্থান ও বিলিয়ন ডলারের বাণিজ্য-বিনিয়োগ আমাদের অর্থনৈতিক সম্পর্কের গতিশীলতা ও স্থিতিশীলতার উপর নির্ভর করে।
তবে ২০১৭ সালে ক্ষমতায় আসার পর ইস্পাত ও অ্যালুমিনিয়াম রপ্তানিতে শুল্ক আরোপ করেছিলেন ট্রাম্প, যা ইউরোপীয় ব্লকের অর্থনীতিকে বিপর্যস্ত করেছিল।
এদিকে, ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি ট্রাম্পের ‘শক্তির মাধ্যমে শান্তি’ প্রতিষ্ঠার প্রতিশ্রুতির প্রশংসা করে বলেন, এটি ঠিক সেই নীতি যা কার্যত ইউক্রেনে শান্তি আনতে পারে। আমি আশাবাদী যে আমরা এটি একসঙ্গে কার্যকর করবো।
জেলেনস্কি বলেন, আমি সেপ্টেম্বরে ট্রাম্পের সঙ্গে আমাদের দুর্দান্ত বৈঠকের কথা স্মরণ করি। সেখানে আমরা ইউক্রেন-যুক্তরাষ্ট্রের কৌশলগত অংশীদারত্ব, বিজয় পরিকল্পনা ও ইউক্রেনের বিরুদ্ধে রুশ আগ্রাসনের অবসান ঘটানোর উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম।
ইউক্রেনীয় প্রেসিডেন্টের ভাষ্য, ট্রাম্প পারস্পরিকভাবে উপকারী ও তিনি রাজনৈতিক, অর্থনৈতিক সহযোগিতার বিকাশে আগ্রহী। বিষয়টি যুক্তরাষ্ট্র-ইউক্রেন উভয় জাতির জন্যই ভালো কিছু বয়ে আনবে। আমরা প্রেসিডেন্ট ট্রাম্পের সিদ্ধান্তমূলক নেতৃত্বে আরও শক্তিশালী যুক্তরাষ্ট্র দেখার অপেক্ষায় রয়েছি।