ভিড়ের চিৎকারের মধ্যেই এমন একজন সম্পর্কে ডোনাল্ড ট্রাম্প কথা বলতে শুরু করেন, যিনি তার প্রচারণার একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছিলেন। আর সেই ব্যক্তি হলেন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের মালিক ও বিশ্বের সবচেয়ে ধনী ইলন মস্ক।
ট্রাম্প মাস্ককে রিপাবলিকান পার্টির ‘নতুন তারকা’ হিসেবে বর্ণনা করেন।
একইসঙ্গে ভাষণে একটি গল্প শোনান যে কীভাবে একবার স্পেসএক্স রকেটের একটি ভিডিও দেখার সময় একজন বিলিওনিয়ারকে ৪০ মিনিট ধরে হোল্ডে রেখে ছিলেন তিনি।
তাকে ‘অদ্ভুত’ একজন ব্যক্তি হিসেবে আখ্যায়িত করেন ট্রাম্প।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে প্রাথমিক ফলাফলে বিজয়ী হয়েছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। প্রতিদ্বন্দ্বী কমলা হ্যারিসকে ইলেকটোরাল কলেজ ভোটে বড় ব্যবধানে পরাজিত করেছেন তিনি। ফলে দ্বিতীয়বারের মতো হোয়াইট হাউজের দখল পাচ্ছেন সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট। ফলে তিনি হচ্ছেন যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হতে প্রয়োজন হয় ২৭০টি ইলেকটোরাল কলেজ ভোটের। সেই ম্যাজিক ফিগার এরই মধ্যে পেরিয়ে গেছেন ৭৮ বছর বয়সী ট্রাম্প। তিনি ম্যাজিক ফিগারের চেয়েও বেশি ভোট পেয়েছেন।
বার্তা সংস্থা এপির তথ্য অনুযায়ী, রিপাবলিকান এই প্রার্থী ২৭৭টি এবং ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস পেয়েছেন ২২৪টি ইলেকটোরাল ভোট। তবে এখনো আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা হয়নি।