ট্রাম্পের পারিবারিক ছবিতেও ইলন মাস্ক

ডেস্ক রিপোর্ট
  ০৭ নভেম্বর ২০২৪, ১২:২৭

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ধনকুবের ইলন মাস্কের হৃদ্যতা অনেকদিনের। গত মঙ্গলবারের নির্বাচনে ট্রাম্প বিজয়ী হওয়ার পর এবার তাঁর পারিবারিক ছবিতেও দেখা গেছে মাস্ককে।
ডোনাল্ড ট্রাম্পের নাতনি ও ডোনাল্ড ট্রাম্প জুনিয়রের মেয়ে কাই ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প নির্বাচনে বিজয়ী হওয়ার পর কাই ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পারিবারিক ছবি পোস্ট দিয়েছেন। ক্যাপশনে লিখেছেন—‘আমাদের পুরো বাহিনী’।
ছবিতে ডোনাল্ড ট্রাম্পের সন্তান ব্যারন, এরিক, ইভাঙ্কা, টিফানি, ডোনাল্ড ট্রাম্প জুনিয়র, এরিকের স্ত্রী লারা রয়েছেন। পারিবারিক ওই ছবিতে আছেন গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা এবং সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের মালিক বিশ্বের অন্যতম শীর্ষ ধনী ইলন মাস্ক।
ইলন মাস্ক নির্বাচনে খোলাখুলিভাবে ট্রাম্পকে সমর্থন করেছেন এবং তাঁর পক্ষে প্রচারও চালিয়েছেন। চলতি বছরের শুরুর দিকে তিনি ট্রাম্পকে সমর্থন দেন। ইলন মাস্ক এবারের নির্বাচনে ট্রাম্পকে ১১ কোটি ৯০ লাখ ডলার অনুদান দিয়েছেন। তাই দ্বিতীয় ট্রাম্প প্রশাসনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন বলে মনে করা হচ্ছে।