যুক্তরাষ্ট্রের আলাবামায় অবস্থিত টাস্কেগি বিশ্ববিদ্যালয়ে বন্দুক হামলায় অন্তত একজন নিহত এবং ১৬ জন আহত হয়েছেন। স্থানীয় সময় রোববার (১০ নভেশ্বর) ভোরে বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পাসে এই ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।
আলাবামার নিরাপত্তা সংস্থা জানিয়েছে, বন্দুক হামলার ঘটনায় জাকুইজ মাইরিক নামে এক তরুণকে ঘটনাস্থল থেকে গ্রেফতার করা হয়েছে। তার কাছে একটি হ্যান্ডগান ও মেশিনগান রূপান্তর যন্ত্র পাওয়া গেছে। তবে মাইরিক এই হামলায় সরাসরি জড়িত কি না, তা এখনো নিশ্চিত নয়।
কর্তৃপক্ষ জানিয়েছে, বন্দুক হামলায় ১৮ বছর বয়সী এক কিশোর নিহত হয়েছেন। তবে তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন না। আহতদের মধ্যে কয়েকজন শিক্ষার্থী রয়েছেন। গুলিবিদ্ধ হয়ে আহত ১২ জন এবং অন্যান্য কারণে আহত চারজনকে চিকিৎসার জন্য ওপেলাইকার ইস্ট আলাবামা মেডিকেল সেন্টার ও মন্টগোমেরির ব্যাপটিস্ট সাউথ হাসপাতালে নেওয়া হয়েছে।
এই ঘটনার তদন্তে যুক্ত হয়েছে এফবিআই এবং ব্যুরো অব অ্যালকোহল, টোব্যাকো, ফায়ারআর্মস অ্যান্ড এক্সপ্লোসিভস (এটিএফ)। জনসাধারণের সহায়তা চেয়ে এফবিআই একটি অনলাইন পোর্টাল খুলেছে, যেখানে ঘটনার ভিডিও বা তথ্য জমা দেওয়া যাবে।
হামলার পর টাস্কেগি বিশ্ববিদ্যালয়ে সোমবারের সব ক্লাস বাতিল করা হয়েছে। শিক্ষার্থীদের মানসিক সহায়তার জন্য ক্যাম্পাসে গ্রিফ কাউন্সেলিং-এর ব্যবস্থা করেছে কর্তৃপক্ষ।
শহরের পুলিশ প্রধান প্যাট্রিক মার্ডিস জানিয়েছেন, আহতদের মধ্যে এক নারী শিক্ষার্থীর পেটে এবং এক পুরুষ শিক্ষার্থীর হাতে গুলি লেগেছে। শহরের পুলিশ সদস্যরা ক্যাম্পাসের বাইরে অন্য একটি গুলির ঘটনা তদন্ত করছিলেন, ঠিক তখনই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই হামলার খবর আসে।
ম্যাকন কাউন্টির করোনার হাল বেন্টলি জানিয়েছেন, নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে এবং তার মরদেহ ময়নাতদন্তের জন্য মন্টগোমেরির ফরেনসিক সেন্টারে পাঠানো হয়েছে।