পররাষ্ট্রমন্ত্রী, অ্যাটর্নি জেনারেল ও গোয়েন্দা পরিচালক পদে মনোনয়ন দিলেন ট্রাম্প

ডেস্ক রিপোর্ট
  ১৪ নভেম্বর ২০২৪, ২৩:০৪

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, তিনি ফ্লোরিডা অঙ্গরাজ্যের কংগ্রেস সদস্য ম্যাট গিটজকে অ্যাটর্নি জেনারেল পদের জন্য মনোনীত করবেন।
ট্রাম্প তাঁর সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথে বলেছেন, ম্যাট অস্ত্রধারী সরকারের অবসান ঘটাবেন, আমাদের দেশের সীমান্ত রক্ষা করবেন, অপরাধী সংগঠনগুলোকে নিশ্চিহ্ন করবেন এবং আমেরিকানদের মধ্যে বিভাগের প্রতি আস্থা ও আত্মবিশ্বাস ফিরিয়ে আনবেন।
ট্রাম্প প্রশাসনে জাতীয় গোয়েন্দা পরিচালক হতে যাচ্ছেন তুলসী গ্যাবার্ড। তুলসী গ্যাবার্ডকে জাতীয় গোয়েন্দা পরিচালক পদে মনোনয়ন দেওয়ার ঘোষণা দেন ট্রাম্প।
এদিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে মার্কো রুবিওকে বেছে নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। মার্কো ফ্লোরিডা অঙ্গরাজ্যের সিনেটর।
যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর প্রশাসনকে ঢেলে সাজাতে এর আগেই কিছু গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালনের জন্য কয়েকজনের নাম ঘোষণা করেছেন। নতুন করে অ্যাটর্নি জেনারেল ও জাতীয় গোয়েন্দা পরিচালক পদের জন্য দুজনকে মনোনয়ন দিলেন ট্রাম্প। সিনেটরদের ভোটে জয়ী হলে তাঁরা নিজ নিজ পদে নিয়োগ পাবেন।
মার্কো রুবিও সম্পর্কে এক বিবৃতিতে ট্রাম্প বলেন, মার্কো অনেক মর্যাদাপূর্ণ একজন নেতা। তিনি স্বাধীনতার জন্য অনেক শক্তিশালী কণ্ঠস্বর। তিনি আমাদের জাতির জন্য একজন শক্তিশালী সহযোগী হবেন এবং আমাদের মিত্রদের জন্য একজন ভালো বন্ধু হবেন।
রুবিওর জন্ম ফ্লোরিডাতেই। তিনি বিগত বছরগুলোয় চীন, ইরান, কিউবাসহ যুক্তরাষ্ট্রের ভূরাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের প্রতি সম্মান রেখেই শক্তিশালী মার্কিন পররাষ্ট্রনীতির পক্ষে কথা বলেছেন।
পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পেলে রুবিওকে নানা চ্যালেঞ্জের মুখে পড়তে হবে। কারণ, ট্রাম্পের প্রথম মেয়াদের চেয়ে বর্তমান বিশ্ব পরিস্থিতি আরও বেশি অস্থির ও বিপজ্জনক।