ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগ নিয়ে যুক্তরাষ্ট্রের দ্বিমত

ডেস্ক রিপোর্ট
  ১৫ নভেম্বর ২০২৪, ২২:৫৫

ইসরায়েলের বিরুদ্ধে গাজায় গণহত্যা চালানো এবং সেখানে মানবতাবিরোধী অপরাধের অভিযোগের সঙ্গে একমত পোষণ করেনি। যুক্তরাষ্ট্র গতকাল বৃহস্পতিবার বলেছে, ইসরায়েলের বিরুদ্ধে জাতিসংঘের বিশেষ কমিটি ও হিউম্যান রাইটস ওয়াচের এসব অভিযোগের সঙ্গে দেশটি একমত নয়।
ইসরায়েলের যুদ্ধপদ্ধতি গণহত্যার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলে জাতিসংঘের ওই কমিটির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। আর হিউম্যান রাইটস ওয়াচের অভিযোগ, গাজায় মানবতাবিরোধী অপরাধ করছে ইসরায়েল।
জাতিসংঘের বিশেষ কমিটির প্রতিবেদনে অভিযোগ করা হয়েছে, গাজায় খাদ্যাভাব ও এর কারণে ঘটে যাওয়া মৃত্যুকে ইসরায়েল যুদ্ধের কৌশল হিসেবে ব্যবহার করছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বেদান্ত প্যাটেল বলেন, ‘এই অভিযোগের সঙ্গে আমরা দ্বিমত পোষণ করছি।’
বেদান্ত প্যাটেল বলেন, ‘আমরা মনে করি, এ ধরনের কথা ও অভিযোগ নিশ্চিতভাবে ভিত্তিহীন।’ হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদনের সঙ্গেও দ্বিমত পোষণ করেন তিনি। ওই প্রতিবেদনে বলা হয়েছে, গত এক বছরের বেশি সময় ধরে চলা যুদ্ধে গাজার বাসিন্দাদের জোর করে বাস্তুচ্যুত করেছে ইসরায়েল, যা মানবতাবিরোধী অপরাধের শামিল।
বেদান্ত আরও বলেন, ‘কোনো এলাকায় নির্দিষ্ট সামরিক অভিযানের সময় সেখানকার নাগরিকদের এলাকা খালি করতে বলা একেবারেই সংগতিপূর্ণ ও গ্রহণযোগ্য। আমরা নির্দিষ্টভাবে বাধ্যতামূলক কোনো বাস্তুচ্যুতির ঘটনা দেখিনি।’