যুক্তরাষ্ট্রে উড্ডয়নের সময় প্লেনের গায়ে গুলি

ডেস্ক রিপোর্ট
  ১৬ নভেম্বর ২০২৪, ২২:৩৫

যুক্তরাষ্ট্রের ডালাস লাভ ফিল্ড বিমানবন্দর থেকে উড্ডয়নের সময় গুলিবিদ্ধি হয়েছে সাউথওয়েস্ট এয়ারলাইনসের একটি প্লেন। স্থানীয় সময় শুক্রবার (১৫ নভেম্বর) রাতে এ ঘটনা ঘটে। গুলির পর প্লেনটি নিরাপদে টার্মিনালে ফিরিয়ে আনা হয় এবং এতে কোনো যাত্রী বা ক্রু আহত হননি।
জানা যায়, ফ্লাইট ২৪৯৪ ডালাস থেকে ইন্ডিয়ানাপোলিসের উদ্দেশ্যে রওয়ানা হচ্ছিল। উড্ডয়নের ঠিক আগে প্লেনের ককপিটের কাছে ডানপাশে গুলি লাগে। ঘটনার পরপরই প্লেনটির উড্ডয়ন বাতিল করা হয় এবং যাত্রীদের জন্য বিকল্প প্লেনের ব্যবস্থা করা হয়।
ফ্লাইটস্ট্যাটস ওয়েবসাইটের তথ্যমতে, প্রায় দুই ঘণ্টা পর যাত্রীদের নিয়ে ফ্লাইটটি ফের যাত্রা শুরু করে।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, স্থানীয় সময় রাত ৯টা ৫০ মিনিটে প্লেনটি ‘নিরাপত্তাজনিত ঘটনা’র সম্মুখীন হয়। তৎক্ষণাৎ ডালাসের পুলিশ ও দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। এ সময় সাময়িকভাবে রানওয়ে বন্ধ রাখা হয়।
যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের (এফএএ) ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, ডালাস লাভ ফিল্ড বিমানবন্দরে উড্ডয়নের সময় সাউথইস্ট এয়ারলাইনসেরর ফ্লাইট ২৪৯৪ ককপিটের কাছে গুলিবিদ্ধ হয়। বোয়িং ৭৩৭-৮০০ মডেলের প্লেনটি পরে গেটে ফিরে আসে এবং যাত্রীদের নামিয়ে নেওয়া হয়।
তবে এই ঘটনায় কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি বলে ডালাস লাভ ফিল্ড বিমানবন্দর কর্তৃপক্ষ সামাজিক মাধ্যমে জানিয়েছে।