হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি হিসেবে ২৭ বছর বয়সী ক্যারোলিন লেভিটকে বেছে নিয়েছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন ইতিহাসে ক্যারোলিন লেভিট হোয়াইট হাউসের সর্বকনিষ্ঠ প্রেস সেক্রেটারি হতে চলেছেন।
যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় গতকাল শুক্রবার (১৫ নভেম্বর) হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি হিসেবে ক্যারোলিন লেভিটের নাম ঘোষণা করেন ট্রাম্প। লেভিট ট্রাম্পের নির্বাচনী প্রচার শিবিরের মুখপাত্র ছিলেন।
শুক্রবার এক বিবৃতিতে ট্রাম্প বলেছেন, ক্যারোলিন একজন স্মার্ট ও বলিষ্ঠ মননের। সেইসঙ্গে ক্যারোলিন অত্যন্ত কার্যকর যোগাযোগ স্থাপনকারী হিসেবে নিজেকে প্রমাণ করেছেন।
ট্রাম্প আরও বলেছেন, ক্যারোলিন আমার ঐতিহাসিক প্রচার শিবিরে জাতীয় প্রেস সেক্রেটারি হিসেবে অসাধারণ কাজ করেছেন। এবং আমি ঘোষণা করতে পেরে আনন্দিত যে তিনি হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি হিসেবে কাজ করবেন।
এর জবাবে ক্যারোলিন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেছেন, আমার উপর আস্থা রাখার জন্য ধন্যবাদ প্রেসিডেন্ট ট্রাম্প। আমি বিনীত এবং সম্মানিত বোধ করছি।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৯ সালে স্নাতক সম্পন্ন করার ক্যারোলিন প্রথমবার ট্রাম্পের জন্য হোয়াইট হাউসে কাজ শুরু করেন। তিনি প্রথমে প্রেসিডেন্টের লেখক এবং পরবর্তীতে সহযোগী প্রেস সেক্রেটারি হিসেবে কাজ করেছেন।
এরপর সর্বশেষ, ২০২৪ সালের জানুয়ারিতে ক্যারোলিন ট্রাম্পের প্রচার শিবিরের প্রেস সেক্রেটারি হিসেবে যোগদান করেন।
রয়টার্স বলছে, হোয়াইট হাউসে এর আগে সর্বকনিষ্ঠ প্রেস সেক্রেটারি ছিলেন রন জিয়েগলার। ১৯৬৯ সালে প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন রনকে এই পদে নিয়োগ দেওয়ার সময় তার বয়স ছিল ২৯ বছর।