২০২৫ সালে নিউ জার্সির শ্রমিকদের ন্যূনতম মজুরি বৃদ্ধি

ডেস্ক রিপোর্ট
  ১৯ নভেম্বর ২০২৪, ১৩:৫৫

জীবনযাত্রার ব্যয় সামলাতে নিউ জার্সি কর্মীদের ন্যূনতম ঘণ্টাভিত্তিক মজুরি বাড়ানো হচ্ছে। ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে নিউ জার্সির ন্যূনতম মজুরি ৩৬ সেন্ট বেড়ে ঘণ্টায় $১৫.৪৯ হবে। জার্সি ডিপার্টমেন্ট অব লেবার অ্যান্ড ওয়ার্কফোর্স ডেভেলপমেন্ট (NJDOL) অক্টোবর মাসে এই ঘোষণাটি দিয়েছিলেন। ন্যূনতম মজুরি মুদ্রাস্ফীতির সাথে সংযুক্ত করেছে নিউ জার্সি। 
২০১৯ সালে স্বাক্ষরিত একটি আইনে প্রতি বছর অন্তত এক ডলার ন্যূনতম মজুরি বৃদ্ধির প্রতিশ্রুতি দেওয়া হয়, যা বেশিরভাগ শ্রমিকের জন্য ২০২৪ সালের জানুয়ারিতে শেষ বৃদ্ধি অর্জন করেছে। ২০১৯ সালের ফেব্রুয়ারিতে গভর্নর ফিল মারফি একটি আইন স্বাক্ষর করেন, যার ফলে নিউ জার্সির ন্যূনতম মজুরি ধাপে ধাপে বৃদ্ধি পেয়ে ২০২৪ সালের জানুয়ারিতে বেশিরভাগ কর্মীর জন্য ঘণ্টায় $১৫.১৩ হয়।
একই আইনের অধীনে, সিজনাল কর্মী এবং ক্ষুদ্র ব্যবসার কর্মীদের ন্যূনতম মজুরি ২০২৮ সাল পর্যন্ত ধীরে ধীরে বাড়ানো হবে। NJDOL জানিয়েছে, ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে এই কর্মীদের মজুরি ৮০ সেন্ট বৃদ্ধি পেয়ে ঘণ্টায় $১৪.৫৩ হবে। সেই সাথে নতুন বছরে, টিপ-নির্ভর কর্মীদের ন্যূনতম নগদ মজুরি $৫.২৬ থেকে বেড়ে $৫.৬২ হবে।