নিউ ইয়র্কারদের ব্যবসা সম্প্রসারণ গত সপ্তাহে সংখ্যালঘু ও নারীদের মালিকানাধীন ব্যবসা উদ্যোগ (M/WBE) প্রোগ্রামে রেকর্ড পরিমাণ বিনিয়োগ করেছে অ্যাডামস্ প্রশাসন। ২০২৪ আর্থিক বছরে (FY24), শহরটি M/WBE চুক্তিতে $৬.৪ বিলিয়ন বরাদ্দ করেছে এবং মেয়র অ্যাডামসের OneNYC লক্ষ্য অর্জনের দিকে গুরুত্বপূর্ণ অগ্রগতি অব্যাহত রেখেছে, যা FY26 সালের মধ্যে $২৫ বিলিয়ন M/WBE সিটি চুক্তি বরাদ্দের লক্ষ্য রাখে। প্রোগ্রামটি দীর্ঘদিন ধরে ন্যায্য সুযোগ থেকে বঞ্চিত সম্প্রদায়গুলোর জন্য আর্থিক সহায়তা ও মানসম্পন্ন সেবা প্রদান করে আসছে। তবে এবছরও প্রোগ্রামটি নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। এই প্রগ্রামটি ভিন্ন বর্ণের সম্প্রদায়ের মধ্যে ক্ষুদ্র ব্যবসা শুরু করা মালিকদের স্বপ্নগুলো বাস্তবায়নে সহায়তা করছে। তিন দশক আগে, মেয়র ডেভিড ডিঙ্কিনস সংখ্যালঘু ও নারীদের মালিকানাধীন ব্যবসার জন্য M/WBE প্রোগ্রাম চালু করেছিলেন।
সোমবার নভেম্বর ১৮, কমিউনিটি অপ:এড-এ অ্যাডামস্ বলেন, 'গত বছর, আমরা M/WBE-কে রেকর্ড সংখ্যক সিটি কন্ট্রাক্ট প্রদান করেছি এবং সিটি এজেন্সিগুলোর মধ্যে M/WBE পুরস্কারের নতুন মাইলফলক স্থাপন করেছি। পাঁচটি বরো জুড়ে প্রোগ্রামটিতে মোট $১.৫৯ বিলিয়ন ডলার বরাদ্দ করেছি — যা আমাদের প্রশাসনের প্রথম অর্থবছর ২০২২-এর তুলনায় ১৫ শতাংশ বৃদ্ধি।'
তিনি বলেন, 'দীর্ঘদিন ধরে, ভিন্ন বর্ণের সম্প্রদায়গুলো সম্পদ সঞ্চয় এবং ব্যবসা শুরু করার সুযোগ থেকে বঞ্চিত হয়ে এসেছে। আমরা এমন একটি শহরকে মেনে নিতে পারি না যেখানে ভিন্ন বর্ণের সম্প্রদায়ের মানুষ নিজেদের, তাদের সন্তানদের, এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সম্পদ গড়ে তোলার সুযোগ হারায়। এ কারণেই সিটি সরকার M/WBE প্রোগ্রামের মাধ্যমে নেতৃত্ব দিচ্ছে, প্রমাণ করছে যে আমরা তাদের জন্য বিনিয়োগ করতে পারি, একই সঙ্গে নিউ ইয়র্কারদের জন্য উচ্চমানের পণ্য ও সেবা প্রদান করতে পারি। আমরা জানি, যখন ক্ষুদ্র ব্যবসাগুলোর সফল হওয়ার জন্য প্রয়োজনীয় পরিবেশ সৃষ্টি করি, তখন পুরো শহরই লাভবান হয়।'
প্রোগ্রামটি তরুণ দম্পতিকে সমর্থন করছে যারা একটি ক্ষুদ্র ব্যবসা গড়ে তোলার স্বপ্ন দেখছে, সেই সাথে শহরে অর্থনীতি বৃদ্ধিতে অবদান রাখতে একক ও পারিবারিক ছোট ব্যবসাগুলোকে সহায়তা দিচ্ছে। অ্যাডামস্ বলেন, 'প্রোগ্রামের মাধ্যমে আমরা ইতিমধ্যেই ঐতিহাসিক সাফল্য অর্জন করেছি, কিন্তু আমাদের লক্ষ্য আরও বেশি কিছু করা। এই কারণেই, গত সপ্তাহে, আমরা M/WBE অ্যাডভাইজরি কাউন্সিল গঠনের ঘোষণা দিয়েছি, যা সংখ্যালঘু ও নারীদের মালিকানাধীন ব্যবসা সমর্থনে আমাদের প্রশাসনের ঐতিহাসিক অগ্রগতিকে আরও এগিয়ে নিতে সাহায্য করবে।'
কর্মজীবী নিউ ইয়র্কারদের জন্য একটি নিরাপদ ও সাশ্রয়ী শহর গড়ে তোলাই অ্যাডামস্ প্রশাসনের লক্ষ্য। এরই মধ্যে শহরজুড়ে কর্মসংস্থান বেড়েছে, অপরাধের হার প্রতি মাসে কমেছে, এবং পাঁচটি বরোতে রেকর্ড ১,৮৩,০০০ ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠিত হয়েছে — যা শহরের ইতিহাসে সর্বোচ্চ। প্রতিদিন নিউ ইয়র্কারদের জন্য ব্যবসা বৃদ্ধি এবং শহরকে সেবা দেওয়ার সুযোগ নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে অ্যাডামস্ প্রশাসন। অ্যাডামস্ প্রশাসনের অধীনে, নিউ ইয়র্ক সিটিতে কৃষ্ণাঙ্গ ও বাদামি জনগোষ্ঠীর বেকারত্ব গত পাঁচ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে রয়েছে।
অ্যাডামস্ বলেন, 'দীর্ঘদিন ধরে উপেক্ষিত পাঁচটি বরোর সম্প্রদায়গুলোর জন্য নতুন সুযোগ তৈরি করে আমরা এই পর্যায়ে এসেছি। চাকরি হল সেই মাধ্যম যা আমেরিকান স্বপ্ন বাস্তবায়নের পথ খুলে দেয়। এ কারণেই আমরা M/WBE প্রোগ্রামে ঐতিহাসিক বিনিয়োগ করেছি — নিউ ইয়র্কারদের সিটি কন্ট্রাক্ট, কর্মজীবনের সুযোগ, এবং ভালো পারিশ্রমিকের চাকরির সঙ্গে সংযুক্ত করতে কাজ করছি। আমরা পাঁচটি বরোর সম্প্রদায়গুলোর জন্য সুযোগের দরজা খুলে দিচ্ছি, কারণ শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার প্রাপ্য, এবং আমরা তাদের তা দিচ্ছি।'