নিউইয়র্ক সিটির নতুন পুলিশ কমিশনার জেসিকা টিশ

ডেস্ক রিপোর্ট
  ২৮ নভেম্বর ২০২৪, ১৩:০৬

নিউইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্ট (এনওয়াইপিডি)পাচ্ছে নতুন পুলিশ কমিশনার। সোমবার শপথ গ্রহণের মাধ্যমে জেসিকা টিশ এনওয়াইপিডির ৫৮তম কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করছেন। তিনি নিউইয়র্ক পুলিশের ইতিহাসে দ্বিতীয় নারী কমিশনার এবং শহরের আইনশৃঙ্খলা রক্ষায় নতুন প্রত্যাশা।
৪৩ বছর বয়সী জেসিকা টিশ হার্ভার্ড বিশ্ববিদ্যালয়থেকে পড়াশোনা শেষ করেছেন। দীর্ঘ ১৬ বছর ধরে নিউইয়র্ক সিটির বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। এর আগে, তিনি স্যানিটেশন বিভাগের কমিশনার হিসেবে কাজ করেছেন। যেখানে তার দৃঢ় নেতৃত্ব এবং সাহসী বক্তব্য দিয়ে তিনি জনগণের দৃষ্টি আকর্ষণ করেছিলেন। তার সবচেয়ে আলোচিত উক্তি ছিল, ‘ইঁদুররা শহর চালায় না, আমরা করি’ যা স্যানিটেশন ব্যবস্থাপনার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন নিয়ে আসে।
পুলিশ বিভাগে তার প্রথম ভূমিকা ছিল কাউন্টার টেররিজম ব্যুরোতে। সেখানে তিনি ৯/১১-পরবর্তী নিরাপত্তা ব্যবস্থা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তিনি নজরদারি ক্যামেরা, লাইসেন্স-প্লেট পাঠক এবং মোবাইল রেডিয়েশন ডিটেক্টর ব্যবহার করে শহরের নিরাপত্তা নিশ্চিত করতে সহায়তা করেন।
তথ্যপ্রযুক্তি বিভাগের ডেপুটি কমিশনার হিসেবে টিশ আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে এনওয়াইপিডির কার্যক্রমকে আরও কার্যকর করেন। তার নেতৃত্বে শরীর-পরিধেয় ক্যামেরা এবং স্মার্টফোন ব্যবহারের মতো উদ্যোগগুলি পুলিশের কার্যকারিতা বাড়িয়েছে।
নতুন পুলিশ কমিশনার টিশ বলেন,নিউইয়র্ক সিটির প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা আমার প্রধান দায়িত্ব। আমি বিশ্বাস করি, এই মহান শহরকে সুরক্ষিত রাখতে এনওয়াইপিডির প্রতিটি সদস্যের সহযোগিতা আমার শক্তি হবে।
তবে টিশের জন্য চ্যালেঞ্জের অভাব নেই। সাম্প্রতিক বছরগুলোতে এনওয়াইপিডি অভ্যন্তরীণ সমস্যায় জর্জরিত হয়েছে। সাবেক কমিশনার এডওয়ার্ড ক্যাবান ফেডারেল তদন্তের কারণে পদত্যাগ করেছেন। এর আগে, কিচান্ট সিউয়েলও মেয়র এরিক অ্যাডামসের সঙ্গে মতবিরোধের কারণে পদত্যাগ করেছিলেন।
নিউইয়র্কবাসী এখন তাকিয়ে আছে জেসিকা টিশের নেতৃত্বের দিকে। তার দক্ষতা, অভিজ্ঞতা এবং দৃষ্টিভঙ্গি শহরের আইনশৃঙ্খলা ব্যবস্থাকে একটি নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে আশা করা হচ্ছে।