সাত সন্তান ঘুমাচ্ছিল, সে সময়েই মার্কিন হবু প্রতিরক্ষামন্ত্রী পান হামলার হুমকির খবর

ডেস্ক রিপোর্ট
  ২৮ নভেম্বর ২০২৪, ২২:০৩
আপডেট  : ২৮ নভেম্বর ২০২৪, ২২:০৪

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী হিসেবে নিয়োগ পেতে যাওয়া পিট হেগসেথ গতকাল বুধবার সন্ধ্যায় বলেন, তাঁর পরিবারের সদস্যদের ওপর পাইপ বোমা হামলা চালানোর হুমকি দেওয়া হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, ‘সকালে পুলিশ কর্মকর্তারা আমাদের বাড়িতে এসেছিলেন। আমাদের সাত সন্তান তখনো ঘুমাচ্ছিল। ওই কর্মকর্তা আমার স্ত্রী ও আমাকে বলেন, তাঁরা নির্ভরযোগ্য জায়গা থেকে জানতে পেরেছেন যে আমার ও আমার পরিবারের ওপর পাইপ বোমা হামলা হতে পারে। আমরা সবাই নিরাপদ আছি। হুমকি দূর করা হয়েছে।’
শুধু মার্কিন প্রতিরক্ষামন্ত্রী নন, যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্ত্রিপরিষদ ও প্রশাসনে নিয়োগ দেওয়ার জন্য মনোনীত হওয়া ব্যক্তিদের কয়েকজন হামলার হুমকি পেয়েছেন। চলতি সপ্তাহে বোমা হামলাসহ বিভিন্ন হুমকি পেয়েছেন তাঁরা। গতকাল ট্রাম্পের ক্ষমতা হস্তান্তরপ্রক্রিয়া তদারক দলের (ট্রানজিশন টিম) মুখপাত্র ক্যারোলাইন লেভেট এ কথা বলেছেন।
এক বিবৃতিতে ল্যাভেট বলেন, গত মঙ্গলবার রাতে এবং গতকাল সকালে এসব হুমকি দেওয়া হয়েছে। যাঁরা হামলার হুমকি পেয়েছেন, তাঁদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত পদক্ষেপ নিয়েছে।
জাতিসংঘে যুক্তরাষ্ট্রের দূত হিসেবে নিয়োগ পেতে যাওয়া রিপাবলিকান নেতা এলিস স্টেফানিক এবং পরিবেশ সুরক্ষা সংস্থার প্রধান হিসেবে নিয়োগ পেতে যাওয়া লি জেলডিন আলাদা আলাদা বিবৃতিতে বলেছেন, তাঁরা বোমা হামলার হুমকি পেয়েছেন।
কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআইয়ের মুখপাত্র বলেছেন, মনোনীত ব্যক্তিদের বাড়িতে বোমা হামলা হওয়ার অসংখ্য হুমকিসংক্রান্ত তথ্য তাঁরা পেয়েছেন। এসব ব্যক্তিদের হয়রানির উদ্দেশ্যে বেশ কিছু সোয়াটিং বা মিথ্যা অভিযোগও তাঁরা পেয়েছেন।
সোয়াটিং হলো পুলিশের কাছে মিথ্যা হামলার অভিযোগ করা, যেন পুলিশ হামলার হুমকিতে থাকা ব্যক্তির বাড়িতে ব্যাপক তল্লাশি অভিযান চালায়। আইনশৃঙ্খলাসংক্রান্ত বিশেষজ্ঞরা একে ভীতিপ্রদর্শন বা হয়রানি হিসেবে দেখছেন। বিশিষ্ট ব্যক্তিদের লক্ষ্য করে এমন হয়রানির চেষ্টা ক্রমাগত বাড়ছে।
এফবিআইয়ের মুখপাত্র বলেন, ‘আমরা সব সম্ভাব্য হুমকিকে গুরুতরভাবে নিয়েছি এবং স্বভাবতই সন্দেহজনক কিছু মনে হলে জরুরি ভিত্তিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর জন্য জনসাধারণকে উদ্বুদ্ধ করছি।’
জাতিসংঘে যুক্তরাষ্ট্রের দূত হিসেবে নিয়োগ পেতে যাওয়া এলিস স্টেফানিক গতকাল এক বিবৃতিতে বলেন, তিনি, তাঁর স্বামী এবং তিন বছর বয়সী ছেলে ওয়াশিংটন ডি সি থেকে নিউইয়র্কে নিজেদের পারিবারিক বাড়িতে যাচ্ছিলেন। তখনই তাঁরা বাড়িতে হামলা হওয়ার হুমকি সম্পর্কে জানতে পারেন।
জেলডিন বলেন, তিনি এবং তাঁর পরিবারকেও লক্ষ্যবস্তু করা হয়েছিল।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বিবৃতিতে জেলডিন বলেন, ‘আজ আমাদের বাড়িতে আমাকে এবং আমার পরিবারকে লক্ষ্য করে একটি পাইপ বোমা হামলা চালানোর হুমকি দেওয়া হয়েছে। একটি ফিলিস্তিনপন্থী থিমের বার্তা পাঠিয়ে এ হুমকি দেওয়া হয়েছে।’
পরিবেশ সুরক্ষা সংস্থার প্রধান হিসেবে নিয়োগ পেতে যাওয়া লি জেলডিন বলেন, ওই সময় তিনি ও তাঁর পরিবারের সদস্যরা বাড়িতে ছিলেন না। তাঁরা নিরাপদে আছেন। এ পরিস্থিতির বিষয়ে আরও ভালোভাবে জানতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে কাজ করছেন বলেও জানান তিনি।
ফ্লোরিডাতে ওকালুসা কাউন্টি শেরিফের কার্যালয় বলেছে, সাবেক রিপাবলিকান কংগ্রেস সদস্য ম্যাট গেটজের পরিবারের এক সদস্যের বাড়িতেও বোমা হামলা চালানোর হুমকি দেওয়া হয়েছে।
গেটজ ট্রাম্পের প্রশাসনে অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পাওয়ার জন্য মনোনীত হয়েছিলেন। তবে যৌন নিপীড়নবিষয়ক অভিযোগকে কেন্দ্র করে মার্কিন সিনেটে রিপাবলিকানদের বিরোধিতার মুখে পড়েন তিনি। এমন অবস্থায় গেটজ অ্যাটর্নি জেনারেল হিসেবে তাঁর নাম প্রত্যাহার করে নেন। তিনি তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগগুলোও অস্বীকার করে আসছেন।
শেরিফের কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, ডাক বাক্স ফাঁকা করা হয়েছে এবং কোনো যন্ত্র শনাক্ত হয়নি। পাশের এলাকাতেও তল্লাশি চালানো হয়েছে। তবে কিছু পাওয়া যায়নি।
হোয়াইট হাউসের এক মুখপাত্র বলেন, ডেমোক্রেটিক দলীয় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে হুমকিসংক্রান্ত তথ্যগুলো জানানো হয়েছে। প্রেসিডেন্ট এবং প্রশাসন রাজনৈতিক সহিংসতার হুমকির বিষয়ে দ্ব্যর্থহীনভাবে নিন্দা জানিয়েছে।