শিকাগো শহরে ভারতীয় শিক্ষার্থীকে গুলি করে হত্যা

ডেস্ক রিপোর্ট
  ০১ ডিসেম্বর ২০২৪, ১৩:১৭

যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে একটি পেট্রল পাম্পে শুক্রবার (২৯ নভেম্বর) সশস্ত্র ব্যক্তিদের গুলিতে ভারতের তেলেঙ্গানা রাজ্যের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম সাই তেজা নুকারাপু (২২)। তিনি যুক্তরাষ্ট্রে পড়াশোনার পাশাপাশি ওই পেট্রল পাম্পে খণ্ডকালীন কাজ করতেন বলে জানিয়েছেন বিএআরএস নেতা মধুসূদন ঠাঠা।
মধুসূদন ঠাঠা জানান, তিনি তেলেঙ্গানার খাম্মাম জেলার কাছাকাছি এলাকায় থাকা নিহতের পরিবারের সঙ্গে তাদের বাসায় সাক্ষাৎ করেছেন।
নিহতের মা-বাবা জানিয়েছেন, সাই তেজা যে সময়ে গুলিবিদ্ধ হন, তিনি তখন পেট্রল পাম্পে দায়িত্ব পালন করছিলেন না। তবে এক বন্ধুর অনুরোধে সেখানে থেকে সহায়তা করছিলেন। ঠিক সেই সময় দুই দুর্বৃত্ত এসে ক্যাশ কাউন্টারে থাকা অর্থ দাবি করে। তিনি তাদের বাধা না দিয়ে অর্থ দিয়ে দেন বলে বন্ধুরা জানিয়েছেন। তবু তাকে গুলি করে হত্যা করা হয়।
সাই তেজা হায়দরাবাদ থেকে বিবিএ সম্পন্ন করার পর মাস্টার্স করতে গত ১৫ জুন যুক্তরাষ্ট্রে যান। তিনি শিকাগোর কনকর্ডিয়া ইউনিভার্সিটিতে ভর্তি হন। জীবনযাপনের খরচ জোগাতে পড়াশোনার পাশাপাশি তিনি পেট্রল পাম্পে খণ্ডকালীন কাজ করতেন।
সাই তেজার এক আত্মীয় বলেন, ‘এত নিরীহ একজন মানুষের জীবন চলে গেল। দোষীদের কঠোর শাস্তি হওয়া উচিত।’
সাই তেজার প্রতিবেশীরা জানায়, তেলেঙ্গানার উপমুখ্যমন্ত্রী মল্লু ভাট্টি বিক্রমারকা ও খাম্মামের এমপি আর রঘুরাম রেড্ডি পররাষ্ট্র মন্ত্রণালয় ও যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছেন, যাতে তার মরদেহ দ্রুত ভারতে ফেরানো যায়।
মধুসূদন ঠাঠা আরও জানান, তিনি উত্তর আমেরিকার তেলেগু অ্যাসোসিয়েশনের সদস্যদের সঙ্গে কথা বলেছেন, যাতে তারা এই ঘটনার সমাধানে সহায়তা করতে পারে। সংস্থাটি সাই তেজার মরদেহ খাম্মামে পাঠানোর উদ্যোগ নিয়েছে।
তবে আত্মীয়রা জানিয়েছে, ময়নাতদন্ত ও আনুষ্ঠানিকতা শেষ করতে অন্তত এক সপ্তাহ লাগতে পারে। সূত্র : এনডিটিভি, টাইমস অব ইন্ডিয়া