হোম কেয়ার নিলাম প্রক্রিয়ার বিরুদ্ধে আদালতে মামলা

ডেস্ক রিপোর্ট
  ০৩ ডিসেম্বর ২০২৪, ১৪:২৩

নিউইয়র্ক ষ্টেট ডিপার্টমেন্ট অফ হেলথ কোন প্রকার উম্মুক্ত নিলাম প্রক্রিয়া ব্যাতিরেকে অন্য ষ্টেটে রেজিষ্ট্রীকৃত একটি মাত্র কোম্পানীকে সিডিপ্যাপ হোম কেয়ার কর্মসূচি পরচালনার সুযোগ করে দিয়েছে এমন অভিযোগে নিউইয়র্ক ষ্টেট ডিপার্টমেন্ট অফ হেলথ এর বিরুদ্ধেই মামলা দায়ের করা হয়েছে।
এ মামলাটি করেছে ফ্রীডম কেয়ার এলএলসি নামের নিউইয়র্কের একটি হোমকেয়ার কোম্পানী।
আদালতে প্রদত্ত অভিযোগে জানানো হয়েছে, নিউইয়র্ক ষ্টেটে বর্তমানে সেবা প্রদানকারী সকল সিডিপ্যাপ হোমকেয়ার কোম্পানীর পরিবর্তে মাত্র একটি কোম্পানী তাও আবার জর্জিয়া ষ্টেটে রেজিষ্ট্রীকৃত কোম্পানী পাবলিক পার্টনারশীপ এলএলসিকে নিউ ইয়র্ক ষ্টেটে সিডিপ্যাপ হোমকেয়ার কর্মসুচী পরিচালনার দায়িত্ব প্রদান করা হয়েছে যা সম্পুর্ণ বেআইনী, এক তরফা এবং গ্রাহকদের স্বার্থবিরোধী। ফ্রীডম কেয়ার এলএলসির কৌসুলীরা অভিযোগ করেছেন মাত্র একটি কোম্পানী পিপিএলকে এই সুযোগ দেওয়ার প্রক্রিয়াটি ছিল সম্পুর্ণ সাজানো নাটক।
নিউইয়র্ক ষ্টেেেট গভর্ণর ক্যাথি হোকুল অবশ্য বলেছেন, যে অভিযোগে মামলা দায়ের করা হয়েছে, তার কোন সত্যতা নেই। নীলামের প্রক্রিয়াটির ভাষা নির্ধারণ করে দিয়েছিল নিউ ইয়র্ক ষ্টেটের আইন প্রণেতারা।
প্রসঙ্গত: সেবার মান অব্যাহত রেখে খরচ কমানোর লক্ষ্যেই নিউ ইয়র্ক ষ্টেটের সিডিপ্যাপ হোমকেয়ার কর্মসুচী পরিচালনায় পরিবর্তন আনার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। মাত্র ৫ বছরে সিডিপ্যাপ হোমকেয়ার কর্মসুচীতে ব্যয় বছরে ২.৫ বিলিয়ন ডলার থেকে বৃদ্ধি পেয়ে ৯ বিলিয়ন ডলারে ঠেকেছে।
আগামী জানুয়ারী থেকে মাত্র একটি কোম্পানী পিপিএল এর পরিচালনায় নিউইয়র্ক ষ্টেটে সিডিপ্যাপ হোমকেয়ার কর্মসুচি পরিচালনা শুরু হওয়ার বিষয়টি নির্ধারিত রয়েছে এবং এপ্রিলের মধ্যে তা সম্পন্ন হওয়ার কথা রয়েছে। তবে আইনী প্রক্রিয়ার কারণে এ কর্মসূচিতে পরিবর্তন হতে পারে।