নিউইয়র্ক থেকে নির্বাচিত ডেমোক্রেট কংগ্রেসওম্যান গ্রেস মেং ৪ ডিসেম্বর বুধবার সর্বসম্মতভাবে ১১৯ তম কংগ্রেসের জন্য এশিয়ান-প্যাসিফিক আমেরিকান কংগ্রেসনাল ককাস (সিএপিএসি) চেয়ারপার্সন নির্বাচিত হয়েছেন। নির্বাচিত হওয়ার পর গ্রেস মেং বলেন, ‘কংগ্রেসের ১১৯তম অধিবেশনে কংগ্রেসনাল এশিয়ান প্যাসিফিক আমেরিকান ককাস চেয়ার নির্বাচিত হওয়া সম্মানের বিষয়। আমাদের দেশের ক্রমবর্ধমান এশিয়ান আমেরিকান, নেটিভ হাওয়াইয়ান এবং প্রশান্ত মহাসাগরীয় দ্বীপবাসী কমিউনিটির কণ্ঠস্বর শুধু শোনা নয়, ফেডারেল পর্যায়ে দৃঢ়ভাবে প্রতিনিধিত্ব করা নিশ্চিত করার উদ্দেশ্যেই ‘সিএপিএসি গঠন করা হয়েছিল।
কংগ্রেসে দায়িত্ব পালনের বিভিন্ন পর্যায়ে আমি এশিয়ান আমেরিকান কমিউনিটির স্বার্থে কথা বলেছি ও পদক্ষেপ নিয়েছি। এই ককাসের প্রথম ভাইস চেয়ার হিসেবে আমাকে টানা তিনবার নির্বাচিত করার জন্য আমি আমার সহকর্মীদের কাছে কৃতজ্ঞ। ট্রাম্প এর প্রথম প্রশাসনে ককাসের অগ্রাধিকার এবং ককাসের দায়িত্ব সম্পর্কে আমি সংশ্লিষ্ট সকলকে অবহিত করেছি। এশিয়ান বিরোধী বিদ্বেষ ও সহিংসতার উত্থান মোকাবিলায় সচেষ্ট থেকেছি এবং গত চার বছরে এশিয়ান আমেরিকানদের জীবনযাত্রার উন্নতির জন্য বাইডেন-হ্যারিস প্রশাসনে অংশীদার থাকতে পেরে আমি গর্বিত।
তিনি বলেন, আমি ককাসকে শক্তিশালী করার জন্য, আমাদের সদস্যদের সেবা করার এবং সারা দেশে এশিয়ান আমেরিকান কমিউনিটির ক্ষমতায়নের জন্য লড়াই করতে আগ্রহী। এ প্রসঙ্গে তিনি কংগ্রেসওম্যান জুডি চুকে গত চৌদ্দ বছর ধরে তার নেতৃত্বের জন্য ধন্যবাদ জানান। উল্লেখ্য, আগামী মাসে (জানুয়ারি) ১১৯তম কংগ্রেস শুরু হলে মেং এবং হাউস অফ রিপ্রেজেন্টেটিভের অন্যান্য সদস্যরা আনুষ্ঠানিকভাবে শপথ নেবেন।