সিটিকে কর্মজীবী মানুষের জন্য সাশ্রয়ী করা হবে : মেয়র অ্যাডামস

ডেস্ক রিপোর্ট
  ০৫ ডিসেম্বর ২০২৪, ১৩:১৫

নিউইয়র্ক সিটি মেয়র এরিক অ্যাডামস বলেছেন যে, কর্মজীবী ​​নিউইয়র্কবাসীরা সিটির মেরুদণ্ড। তারা আমাদের সিটিকে নিরাপদ, স্বাস্থ্যকর, পরিচ্ছন্ন রাখে এবং এই সিটিকে বিশ্বের অন্যতম সেরা সিটি হিসেবে নতুন উচ্চতায় নিয়ে যেতে অব্যাহতভাবে অবদান রাখে। এই নিবেদিতপ্রাণ কর্মীরা নিজেদের, তাদের সন্তান ও পরিবারের জন্য সুন্দর ভবিষ্যগড়ে তোলার অধিকার ও সুযোগ পাওয়ার দাবীদার, যার মধ্যে রয়েছে ভালো বেতনে চাকরি, সাশ্রয়ী মূল্যে বাড়ি এবং তাদের সন্তানদের জন্য আন্তর্জাতিক মানের শিক্ষা। এজন্য আমরা সিটিকে কর্মজীবী মানুষের জন্য আরও সাশ্রয়ী করতে মনোযোগ দিয়েছি।
এরিক অ্যাডামস তার নিয়মিত সাপ্তাহিক মতামত নিবন্ধে এসব কথা বলেছেন। তিনি বলেন, আমরা নিউয়র্কবাসীদের ‘আর্নড ইনকাম ট্যাক্স ক্রেডিটের’ মতো কর্মসূচির মাধ্যমে ৩০ বিলিয়ন ডলারেরও বেশি সাশ্রয় করতে সাহায্য করেছি।
এর ফলে সিটির পরিবার এবং শ্রমজীবী ​​শ্রেনির লোকজন গ্রোসারি, ইউটিলিটি বিল ইত্যাদি খাতে ব্যয় করতে স্বস্তি বোধ করেছে এবং অনেক ক্ষেত্রে তারা কিছু অর্থ সঞ্চয়ও করতে পেরেছে। আমরা নিউইয়র্কবাসীদের পাবলিক হাউজিং-এ বিনামূল্যে হাইস্পিড ইন্টারনেট সেবা এবং টিভি অ্যাক্সেস সহজ করেছি। এছাড়া আমরা ৫ লাখ নিউইয়র্কবাসীর মেডিকেল লোন নিস্পত্তি করার উদ্যোগ গ্রহণ করেছি। সব মিলিয়ে তারা প্রায় ১.৮ বিলিয়ন ডলার সাশ্রয় করতে পারবে।
তিনি আরো বলেন, আমরা এমন বাড়ি নির্মাণের সুযোগ সৃষ্টি করেছি, যা কর্মজীবী ​​মানুষ, পরিবার, ইমিগ্রান্ট এবং তরুণদের জন্য সাশ্রয়ী মূল্যে আবাসন নির্মাণের রেকর্ড করেছে। আমরা চলতি বছর প্রায় ২৯ হাজার সাশ্রয়ী মূল্যের এবং পাবলিক হাউজিং ইউনিট সরবরাহ করেছি। আমাদের অংশীদারদের সাথে আমরা দুটি তাৎপর্যপূর্ণ চুক্তি স্বাক্ষর করেছি, যার ফলে আমাদের পক্ষে আরো দ্রুত অধিক সংখ্যক আবাসিক ইউনিট গড়ে তোলা সম্ভব হবে বলে আমরা বিশ্বাস করি। মেয়র অ্যঅডামস বলেন, সিটির ৪০ বছরের ইতিহাসে আমাদের প্রশাসন সবার্ধিক সংখ্যক ১০০ শতাংশ সাশ্রয়ী মূল্যের আবাসন প্রকল্প নির্মাণ সম্পন্ন করেছে। এছাড়া খুচরা বিপনন কেন্দ্রের জন্য ২০ হাজার বর্গফুট এলাকা এবং একটি বড় হোটেল এবং নিউইয়র্ক সিটি ফুটবল ক্লাবের জন্য কেবল ফুটবল খেলা ও প্রশিক্ষণ সুবিধাসহ সর্বপ্রথম একটি ফুটবল স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা হাতে নিয়েছে।