অভিবাসীদের ফরম আই-৪৮৫ ( বা গ্রিণকার্ড আবেদন) পূরণের সময় কারো কারো জন্য মেডিক্যাল টেস্ট এবং টিকার রেকর্ড জমা দেওয়ার প্রয়োজন হতে পারে। ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস ২ ডিসেম্বর এই ঘোষণা দিয়েছে।
এতে বলা হয়েছে, সুনির্দিষ্ট কিছু আবেদনকারীর জন্য পারমানেন্ট রেসিডেন্ট বা অ্যাডজাস্ট স্ট্যাটাসের আবেদন তথা ফরম আই-৪৮৫ পূরণের সময় ফরম আই-৬৯৩ তথা ইমিগ্রেশন মেডিক্যাল এক্সামিনেশন ও ভ্যাকসিনেশন রেকর্ডের প্রতিবেদনও দাখিল করতে হতে পারে। এটা করা না হলে ফরম আই-৪৮৫ প্রত্যাখ্যাত হতে পারে।
সাধারণভাবে অ্যাডজাস্টমেন্ট অব স্ট্যাটাসের আবেদনের সাথে অত্যাবশ্যকভাবে ইমিগ্রেশন মেডিক্যাল এক্সামিনেশন এবং প্রয়োজনীয় সকল টিকার তথ্য দরকার হয়। আর তা ফরম আই-৬৯৩-এ পূরণ করে সিভিল সার্জনের সইসহ দাখিল করতে হয়।
ইউএসসিআইএসের ঘোষণায় বলা হয়েছে, আবেদনকারীর যদি ফরম আই-৬৯৩ পূর্ণ বা আংশিকভাবে (যেমন টিকা গ্রহণের রেকর্ড) দাখিল করার দরকার হয়, তবে তাকে অবশ্যই ফরম আই-৪৮৫-এর সাথে দাখিল করতে হবে। তা না করা হলে আবেদনটি প্রত্যাখ্যাত হতে পারে। ইউএসসিআইএস জানিয়েছে, তারা বিষয়টি বাধ্যতামূলক করে ইতোমধ্যেই ফরম আই-৪৮৫-এর নির্দেশনায় পরিবর্তন এনেছে।