মার্কিন নাগরিকদের অবিলম্বে সিরিয়া ছাড়তে বলল যুক্তরাষ্ট্র

ডেস্ক রিপোর্ট
  ০৮ ডিসেম্বর ২০২৪, ০৮:২৮
আপডেট  : ০৮ ডিসেম্বর ২০২৪, ০৮:৩০

যুক্তরাষ্ট্রের নাগরিকদের অবিলম্বে সিরিয়া ছাড়তে বলা হয়েছে। তবে দেশটির সঙ্গে বাণিজ্যিক বিকল্পগুলো থাকবে। গতকাল শুক্রবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় এমন তথ্য জানিয়েছে।
বিদ্রোহীদের সঙ্গে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বাহিনীর চলমান সংঘর্ষের পরিপ্রেক্ষিতে এমন বক্তব্য দিল মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তাবিষয়ক সতর্কতায় বলা হয়, সিরিয়াজুড়ে সশস্ত্র গোষ্ঠীগুলোর সংঘাত চলমান থাকায় নিরাপত্তা পরিস্থিতি অস্থিতিশীল ও অপ্রত্যাশিত হয়ে রয়েছে। এর পরিপ্রেক্ষিতে মন্ত্রণালয়ের পক্ষ থেকে মার্কিন নাগরিকদের অবিলম্বে সিরিয়া ছাড়তে বলা হচ্ছে। বাণিজ্যিক বিকল্পগুলো অব্যাহত থাকবে।
এদিকে ২০১২ সালে সিরিয়ায় অপহৃত মার্কিন সাংবাদিক অস্টিন টাইস এখনো বেঁচে আছেন বলে জানিয়েছেন তাঁর মা ডেবরা টাইস। গতকাল ওয়াশিংটনে এক সংবাদ সম্মেলনে এই নারী বলেন, ‘গুরুত্বপূর্ণ একটি সূত্র মারফত জানতে পেরেছি, অস্টিন এখনো বেঁচে আছে। তাঁর সঙ্গে ভালো ব্যবহার করা হয়েছে।’
পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে সংবাদ সম্মেলনে ডেবরা টাইস আরও বলেন, ‘আমরা যে তথ্য জানালাম, সেই বিষয়ে খুব সতর্ক থাকতে চাই। তাঁর (অস্টিন) যত্ন নেওয়া হচ্ছে এবং তিনি ভালো আছেন, আমরা এটা জানি।’
তবে বিস্তারিত কিছু জানাননি অপহৃত মার্কিন সাংবাদিকের মা। অপহরণের পর থেকে অস্টিনের বিষয়ে প্রকাশ্যে খুব কম তথ্যই পাওয়া গেছে। ২০১২ সালের সেপ্টেম্বরে ৩১ বছর বয়সী অস্টিনকে চোখ বেঁধে নিয়ে যাওয়ার একটি ভিডিও প্রকাশ করা হয়েছিল। তবে অপহরণকারীদের পরিচয় জানা যায়নি।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ২০২২ সালে অস্টিনকে আটকে রাখার জন্য সিরিয়া সরকারকে দায়ী করেন এবং তাঁকে মুক্তি দিতে সিরিয়া সরকারের প্রতি আহ্বান জানান। যদিও সিরিয়া সরকার অস্টিনসহ মার্কিন অপহৃত ব্যক্তিদের আটক রাখার অভিযোগ নাকচ করে দিয়েছে।