নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বললেন

ভ্লাদিমির পুতিনের কারণেই আসাদ শাসনের পতন!

ডেস্ক রিপোর্ট
  ০৮ ডিসেম্বর ২০২৪, ১৫:৪৯

সিরিয়ার 'স্বৈরশাসক' প্রেসিডেন্ট বাশার আল-আসাদ দেশ ছেড়ে পালিয়েছেন এবং সিরিয়া এখন মুক্ত বলে ঘোষণা করেছে দেশটির বিদ্রোহীরা। এর আগে বার্তাসংস্থা রয়টার্স সিরিয়ার দুইজন সিনিয়র কর্মকর্তাকে উদ্ধৃত করে জানিয়েছে, প্রেসিডেন্ট আসাদ অজানা গন্তব্যের উদ্দেশে রাজধানী দামেস্ক ছেড়েছেন।  
হায়াত তাহরির আল-শাম (এইচটিএস) নামের ইসলামিক সশস্ত্র গোষ্ঠীর নেতৃত্বে মাত্র ১২ দিনের মধ্যে পতন ঘটেছে সিরিয়ার আসাদ পরিবারের ৫৪ বছরের এবং বাশার আল আসাদের ২৪ বছরের শাসনামলের।  
সিরিয়ায় যখন বিদ্রোহীদের অভিযান তুঙ্গে তখন গত শুক্রবার যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে বলেন, সিরিয়া একটি বিশৃঙ্খল রাষ্ট্র। দেশটি আমাদের বন্ধু নয়। সিরিয়ার পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের কিছু করার নেই। এটা আমাদের লড়াই নয়। যারা লড়ছে, তাদের লড়তে দিন। এর মধ্যে যুক্ত হওয়ার দরকার নেই।
এরপর আজ রোববার সিরিয়ায় আসাদ শাসনের পতনের পর নতুন একটি পোস্ট দিয়েছেন ট্রাম্প। তিনি বলেছেন, রাশিয়ার সমর্থন হারানোর পরেই আল-আসাদ দেশ ছেড়ে পালিয়েছেন। 
মার্কিন নব-নির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, আসাদের পতন হয়েছে। ভ্লাদিমির পুতিন নেতৃত্বাধীন রাশিয়া আসাদকে রক্ষা করতে আর আগ্রহী নয়।
এদিকে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, আসাদ সিরিয়ার ছেড়ে পালালেও তিনি ঠিক কোথায় এখন অবস্থান করছেন- সেই সম্পর্কে এখন পর্যন্ত কিছু জানা যায়নি।