বেশ কয়েকদিন ধরেই নিউ ইয়র্ক ও নিউ জার্সির আকাশে দেখা যাচ্ছে ছোটো গাড়ির আকৃতির ড্রোন যা নিয়ে আতঙ্কিত ও কৌতূহলি স্থানীয় বাসিন্দারা। ড্রোনগুলোর বিষয়ে কর্তৃপক্ষের কাছেও নেই স্পষ্ট কোন তথ্য। নভেম্বরের মাঝামাঝি থেকে নিউ জার্সির অন্তত ১০টি কাউন্টি জুড়ে রহস্যময় ড্রোন দেখার খবর পাওয়া গেছে। ড্রোনগুলোকে শহরের বৈদ্যুতিক তার, রেলপথ, আবাসিক এলাকা এবং মহাসড়ক সহ গুরুত্বপূর্ণ অবকাঠামোর আশাপাশে উড়তে দেখা যায়। রাতের আকাশেরহস্যময় এসব ড্রোনের বিচরণ নিয়ে বিরক্ত নিউ ইয়র্ক ও নিউ জার্সির বসিন্দারা। অনেকেই এসব ড্রোনকে ইউএফও হিসেবে উল্লেখ করেছেন।
অজ্ঞাত এসব ড্রোনের রহস্য ভেদ করতে মাঠে নেমেছে এফবিআই। পাশাপাশি ড্রোন সম্পর্কিত যেকোন তথ্য কর্তৃপক্ষকে অবগত করার আহ্বান জানিয়েছে তারা। নিউ জার্সির আকাশে বিচরণ করা অজ্ঞাত এসব ড্রোন আকারে ছোট গাড়ির সমান। এমনকি শনিবার ক্যালিফোর্নিয়ায় ডিফেন্স সেক্রেটারি লয়েড অস্টিনের অংশ নেয়া একটি ইভেন্টের কাছাকাছি আকাশে দেখা গেছে ছোট গাড়ির আকারের আরেকটি ড্রোন।
নিউ জার্সির ড্রোনগুলো প্রথম দিকে স্টেইটের উত্তরাঞ্চলে দেখা যায়। তবে এখন এসব ড্রোন স্টেইটের দক্ষিণাঞ্চলেও দেখা যাচ্ছে। নিউ ইয়র্ক সিটির স্ট্যাটেন আইল্যান্ডের বরো প্রেসিডেন্ট ভিটো ফসেলা ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন এফএএ এবং এফবিআইকে অজ্ঞাত এসব ড্রোনের বিষয়ে তদন্তের গতি বাড়ানোর আহ্বান জানিয়েছেন।
মরিস কাউন্টির একজন বাসিন্দা চেস্টারের ব্ল্যাক রিভার মিডল স্কুলের কাছে একসাথে আটটি ড্রোন দেখেছেন বলে জানিয়েছেন। অপর এক বাসিন্দা তিন ঘণ্টার মধ্যে ১৫টি ড্রোন দেখার কথা জানিয়েছেন।
এদিকে নিউ জার্সির এসেক্স কাউন্টিতে বিমানবন্দরের কাছে ছোট গাড়ির আকৃতির বেশ কয়েকটি ড্রোন দেখতে পান পাইলট জনাথান লেস। তিনি এসব ড্রোনের ভিডিও ধারণ করে রাখেন পাশাপাশি অজ্ঞাত ড্রোন নিয়ে উদ্বিগ্ন লেস দ্রুত এফএএর সাথে যোগাযোগ করেন।
রাতের আকাশে অস্বাভাবিকভাবে উড়তে থাকা অজ্ঞাত ড্রোনের উদ্দেশ্য নিয়ে নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে নিউ জার্সি ও নিউ ইয়র্কের বাসিন্দাদের মধ্যে। স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থাগুলোর দাবি, ড্রোনগুলো বাসিন্দাদের জন্য বিপজ্জনক নয়। তবে কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে যথেষ্ট সতর্ক রয়েছে।