নিউইয়র্ক সিটিতে বাঙালি অধ্যুষিত জ্যাকসন হাইটসের জনবহুল ৭৪ স্ট্রিটের একটি জুয়েলারীর দোকানে প্রকাশ্যে স্বর্ণ লুট করে নিয়েছে সংঘবদ্ধ চক্রের সদস্যরা। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ৩৪ এভিনিউয়ের ৭৪ স্ট্রিটে অবস্থিত আবিদ জুয়েলার্স এর সামনের ডিসপ্লে কাঁচ ভেঙে বেশ কিছু স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় মুখোশধারী সংঘবদ্ধ চক্রের সদস্যরা। প্রকাশ্যে এমন লুটের ঘটনায় আতঙ্কিত হয়েছে পড়েছেন স্থানীয় ব্যবসায়ীরা। পুলিশ ও ফেডারেল গোয়েন্দারা ওই মুখোশধারীদের সন্ধানে ও এমন ঘটনার তদন্তে নেমেছে।
খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আবিদ জুয়েলার্সের মালিক ও কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয় ব্যবসায়ীদের জিজ্ঞাসাবাদ করেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় ব্যবসায়ীরা জানান, ঘটনার সময় চার/পাঁচ জনের মুখোশধারী কালো কাপড় পরিহিত একটি দল আবিদ জুয়েলার্স এর সামনে এসে হাতুরি দিয়ে ডিসপ্লে কাঁচ ভেঙে ফেলে। ডিসপ্লে শো-কেসে থাকা বিপুল পরিমাণ স্বর্ণালংকার লুট করে নিয়ে দ্রুত পালিয়ে যায়। এ সময় আশেপাশের ব্যবসা প্রতিষ্ঠানে থাকা লোকজন ও পথচারীরা আতঙ্কিত হয়ে পড়েন। আবিদ জুয়েলার্স এর মালিক একজন পাকিস্তানী আমেরিকান নাগরিক। এ স্ট্রিটটি স্বর্ণপট্টি হিসেবেও পরিচিত। এখানে বাংলাদেশী, ভারতীয়, নেপালী ও পাকিস্তানী মালিকানাধীন নামিদামী একাধিক স্বর্ণের দোকান রয়েছে।
এ ঘটনার কয়েক সেকেন্ডের একটি সিসি টিভি ফুটেজে দেখা গেছে, কালো পোষাক ও মুখোশ পরিহিত তিনজন লোক অতর্কিতভাবে তাদের কাছে থাকা হাতুড়ি ও লাঠি সাদৃশ্য বস্তু দিয়ে আবিদ জুয়েলার্স এর সম্মুখের ডিসপ্লে কাচ ভাঙে। পরক্ষণেই দোকানের ডিসপ্লেতে থাকা স্বর্ণালংকার লুট করে সটঁকে পড়ে সেখান থেকে।
প্রত্যক্ষদর্শী এক নারী জানান, হঠাৎ দেখলাম একদল লোক মুখোশ পরা অবস্থায় ওই দোকানের সামনের কাঁচ ভেঙে স্বর্ণালংকার লুট করে নিচ্ছে। মুহূর্তেই এমন ঘটনা ঘটেছে। আশেপাশের সবাই প্রকাশ্যে ডাকাতদের এমন কর্মকাণ্ডে ভয় পেয়ে যায়। জ্যাকসন হাইটসের জনবহুল এলাকায় এমন প্রকাশ্য ডাকাতিতে নিরাপত্তাহীন হয়ে পড়েছে ব্যবসায়ীরা। এর দায় সিটি কর্তৃপক্ষের।
আবিদ জুয়েলার্স এর মালিক জানান, ঘটনার সময় তারা দোকানের ভিতরে ছিলেন। কয়েকজন সামনের শো-কেসের ডিসপ্লে কাঁচ অতর্কিতভাবে ভাঙছে। আমরা দোকান থেকে বের হওয়ার সাথে সাথে তারা পলিয়ে যায়। তবে কি পরিমাণ স্বর্ণারংকার লুট হয়েছে সেটি নিশ্চিত করে বলেন নি তিনি।
জেবিবিএর সাবেক সভাপতি জাকারিয়া মাসুদ জিকু জানান, ৭৪ স্ট্রিটে বেশ কয়েকটি স্বর্ণের দোকান রয়েছে। এজন্য জ্যাকসন হাইটসের এ স্ট্রিটটি গোল্ড স্ট্রিট হিসেবে নিউইয়র্কে বেশ পরিচিত। এখানে এসব দোকানে প্রতিদিন কয়েক মিলিয়ন ডলারের ব্যবসা হয়ে থাকে। অথচ এখানে পুলিশের নিরাপত্তা ব্যবস্থা নেই পর্যাপ্ত। এখানে আগেও স্বর্ণের দোকানসহ বিভিন্ন প্রতিষ্ঠানে তালা কিংবা রুফটপ ভেঙে ডাকাতির ঘটনা ঘটলেও এবারই প্রথম প্রকাশ্যে এরকম সংঘবদ্ধ চক্র দুর্ধর্ষ ডাকাতি করলো এবং পালিয়ে গেলো। পর্যাপ্ত পুলিশের নিরাপত্তা না থাকায় এরকম ঘটনায় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে।
তিনি আরো বলেন, এখানকার ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দরা উদ্যোগ নিয়ে ব্যবসায়ীদের নিরাপত্তায় পর্যাপ্ত পুলিশী প্রহরা এবং পাশাপাশি প্রাইভেট সিকিউরিটি ব্যবস্থা গ্রহণ করা উচিত।
উল্লেখ্য, বিগত ২০ ধরে চলমান এই ব্যবসা প্রতিষ্ঠানে এটিই প্রথম ডাকাতির ঘটনা। এ ঘটনায় পুলিশ এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি।