মার্কিন মুলুক থেকে অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানোর শপথ নিয়েছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনী ক্যাম্পেইনে এই প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি। সে কথা অনুযায়ী আগামী ২০ জানুয়ারি শপথ গ্রহণের পর থেকেই অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানোর কাজ শুরু করবেন তিনি।
প্রথম ধাপে প্রায় ১৫ লাখ অবৈধ অভিবাসীকে দেশ থেকে তাড়াবেন তিনি। এর মধ্যে প্রায় ১৮ হাজার ভারতীয় রয়েছেন। খবর ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া ও এনডিটিভির। প্রতিবেদনে বলা হয়েছে, আমেরিকার ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) সম্প্রতি ১৫ লাখ অবৈধ অভিবাসীর তালিকা করেছে। এই তালিকা ধরেই অবৈধ অভিবাসীদের বিতাড়িত করা হবে। প্রথম দফার তালিকাতে প্রায় ১৮ হাজার ভারতীয় নাগরিকের নাম রয়েছে।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, গত ৩ বছরে প্রায় ৯০ হাজার ভারতীয়কে মার্কিন যুক্তরাষ্ট্রে পাড়ি দেওয়ার চেষ্টাকালে গ্রেপ্তার করা হয়েছিল। এদের মধ্যে বেশিরভাগই পাঞ্জাব, গুজরাট এবং অন্ধ্র প্রদেশের মতো রাজ্য থেকে এসেছেন।
এদিকে ইন্ডিয়া টুডের খবরে বলা হয়, আমেরিকায় প্রায় ৭ লাখ ২৫ হাজার অবৈধ ভারতীয় রয়েছেন। সেখানে সবচেয়ে বেশি অবৈধ অভিবাসী থাকা দেশগুলোর মধ্যে ভারত তৃতীয়। প্রথম ও দ্বিতীয় অবস্থানে রয়েছে যথাক্রমে মেক্সিকো ও এল সালভেদর। সম্প্রতি এই তালিকা প্রকাশ করেছে পিউ রিসার্চ সেন্টার।
সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বছরের ২০ জানুয়ারি ক্ষমতায় বসতে যাচ্ছেন ট্রাম্প। এরপর প্রথমদিকেই অভিবাসন নীতিতে হাত দিতে পারেন তিনি। আর এর মধ্যেই তালিকায় থাকা ১৫ লাখ অবৈধ অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠানো হবে।